বসন্ত এসে গেছে -১৩
অশোককুমার লাটুয়া ( সেলুকাস )
বসে আছে আশ্চর্য কোকিলটা
যুদ্ধে ছিন্নভিন্ন ঘরবাড়ী দেশ ও আকাশ।
আক্রমণ - আত্মরক্ষায় ব্যস্ত বিপন্ন পলাশ।
মনমরা মধুমাস। সুখ নেই কোকিলের মনে গানের মরশুমে।
এমন বিষন্ন বনজোছনা
আগে কখনও দেখেনি মানুষ আশঙ্কার স্রোতে।
বহুমাত্রিক ক্ষতচিহ্নে কৃষ্ণচূড়ার কথোপকথনে ভেসে আসে বসন্ত বিলাপ।
চুরমার সমস্ত রঙে আজ নেই কারুকাজ ;
আছে শুধু অজস্র ধূসরতা।
নাড়িকাটা ক্ষণজন্মা পৃথিবীতে
অস্ত্র হাতে ফাল্গুন খুনখারাবি যুদ্ধের মুখোমুখি।
সময়ের হাতে সময় নেই কিছুটা সময় ভেবে দেখবার।
বহু শতাব্দীর মনীষীদের ভালোবাসা ব্যর্থ আজ মৃত্যুর ঘনিষ্ঠতায়।
উদভ্রান্ত শান্তির সান্ত্বনা...
দিশেহারা শুভেচ্ছা — ডুবে যাচ্ছে সূর্যটা
সন্ধ্যার নদীতে রক্তাক্ত।
বুড়ো হয়ে গেছে ব্যাঙ্গমা-ব্যাঙ্গমী —
স্মৃতিভ্রষ্ট রূপকথা দৃষ্টিশক্তি ক্ষীণ।
উলুখাগড়ায় জমেছে বিষন্ন জোছনা আর অজস্র ধূসরতা।
অথচ এখনও পলকহীন বিস্ময়
হৃদয়ের শাখাপ্রশাখায় বসে আছে আশ্চর্য কোকিলটা!
Khub sundor likhechen
উত্তরমুছুন