বসন্ত এসে গেছে -১৫
রবিন বণিক
ব্যক্তিগত ছায়া
কষ্টেরও একটা নিজস্বতা ব’লে কিছু আছে–
সকাল হলেই কষ্টেরা চেপে ধরে চায়ের নেশায়।
কড়া করে, ঘন দুধ। দু'আঙুলের ফাঁকে এক তির্জক সুখ।
দূরত্ব ঘনিয়ে এলে চোখে মুখে বৃষ্টির ছাঁট।
অনেকেই অনেক কিছু বলেন।
কথারা সোজাসুজি লুকোয় ঝোপের আড়ালে। ধীরে ধীরে
আধখানা চোখ নেমে আসে মাটির উপসংহারে।
কষ্টেরা জড়ো হয়,
আশ্চর্য উঠোনে ছিটিয়ে দেয় পবিত্র গোবর জল।
বাহ্। খুব সুন্দর। অপূর্ব।
উত্তরমুছুন