লেবেল

শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -৩২।। শঙ্কর তালুকদার।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 



অমর একুশে -৩২

শঙ্কর তালুকদার


জানান দেয় ২১শে ফেব্রুয়ারি


পদ্মা-মেঘনার ধারায় দিয়ে অনেক সময় বয়ে গেছে-

লেখা থাকেনি সে সব কাব্যে বা কথায় কথায় !

নাওয়ে দাঁড় টেনে জল শব্দে বর্ণে একাকার হয়েছে-

বাউল বেহাগে একতারা বা কেবল খালি গলায়!

মাটির মানুষ মাঠ ও নদীর সুরে শোনে জীবন কথা-

সময় ধরে গাঁথা রয়ে যায় তারই সে শব্দ গাঁথা !

মাতৃভাষার ভালোবাসা সেদিন রক্ত দিয়ে ধুয়েছিল

তবুও পিছন ফিরে তাকায়নি সময় যে সেদিন;

ভাষার গভীরতা যেন ভালবাসায় একাত্মে মিশেছিল-

হানাদারের রক্তে ওরা রুখতে চেয়েছিল যেদিন!

আমার এ ভাষা, তোমার ও তো ভাষা, এ যে সবার প্রিয় প্রাণের সে মাতৃভাষা;

হৃদয়ের মাঝে বয় প্রকাশের সে ধারায়- যারাই নিজের ক'রে নিয়ে পায় ভরসা।

স্বাধীনতার সে অনুভূতি যেন বহমান নদী ও সময়ে-

সার্বজনীন প্রকাশে দেশ, মাটি ও জীবনের সে শব্দে!

রক্তস্নাত পুন্যতায় ওরা অস্তিত্ব জানায় মায়ের ভাষায়-

জীবনের সে আবেগ বয়ে এপার ওপার উত্তাল সেথায়!

সময় ও দেখে, দমন ছেড়া জয়ের নিশানের সে হুশিয়ারী-

মাতৃভাষার আবেগে জ্বলে, জানান দেয় ২১শে ফেব্রুয়ারি।











৩টি মন্তব্য:

  1. একুশের গানের সাথে বসন্ত মিশে থাকুক-
    শতাব্দি পেরিয়ে গিয়ে সহশ্রাব্দ ধনিত হোউক-
    মাতৃভাষারই সে অমোঘ উপলব্ধি;
    ফাগুনের এই ভাষাতেই বিশ্বের ভাষার মুকুট-
    একুশের প্রাণবন্ততা অসীমে কেবল ছুটুক!
    তাই মায়ের এ ভাষা থাকুক, অনন্ত নিরবধি !

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. আমি আমার লেখা "অমর একুশে" কবিতা এখন "অঙ্কুরীশা"তে পাঠাতে চাই ৷
    কি ভাবে পাঠাবো যদি এখনই আমার ইমেল -এ জানান তাহলে অত্যন্ত বাধিত হবো ৷
    আমার email no.-madhuchhandad123gmail.com

    উত্তরমুছুন