অমর একুশে -৩১
সুদীপ কুমার চক্রবর্তী
ভাষাপথ
আমার ঈশ্বরেরা হাঁটেন ভাষা পথে।
ভাষা জলে ভেসে চলে কপোতাক্ষ নদ
ভাষা মুখের ইতিহাসে বাংলার স্কট।
ভাষা সূর্যে বিচ্ছুরিত রবির কিরণ
ভাষা কণ্ঠে গর্জে ওঠে বিদ্রোহী কলম।
ভাষা স্নিগ্ধ বন পথের আরণ্যক দেবতা
ভাষা পথে দেখা কবির মুগ্ধ বনলতা।
এ ভাষায় গান গায় পদ্মা নদীর মাঝি
এ ভাষায় রাঢ় বাংলার বাউল বৈরাগী।
ভাষার রামধনু বাংলার সুনীল আকাশ
মাতাল কাব্যকথায় বৃষ্টি বারোমাস।
ভাষার অগ্নি জঠর আর আধখানা চাঁদ
এ ভাষায় নিত্য বাঁচা ছিঁড়ে মৃত্যু ফাঁদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন