।। প্রতিদিন বিভাগ।।
।। জুলাই সংখ্যা।।
।। লিমেরিক পর্ব— ১৫।।
পটল তুলতে গেলেই
মুক্তি দাশ
ঝিঙে, ঢেঁড়সের নেই যে কদর, উচ্ছে কী তেতো, কী তেতো!
মুলো ও পালং, কপি ও ক্যাপসি - সেসব জমবে শীতে তো!
বাজার ভর্তি আনাজে -
ওমা! বাইগন কানা যে!
ভুলেও পটল তুলতে যেও না, বিপরীত হবে হিতে তো!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন