অমর একুশে -৩৫
সুবীর ঘোষ
একুশের ভাষা ১
ভাষা আমার চোখের আলো
সে আলোয় দেখতে পাই
প্রান্তরের গান আমার।
সে আলোয় খুঁজে পাই
আমার উৎসবের হাঁড়িকুড়ি।
আমার নবান্নের ধানে কত রক্ত!
আর এই রক্তই
আমাকে মনে পড়িয়ে দেয়
আমি এখনও বেঁচে আছি।
একুশের ভাষা ২
মানুষকে বাঁচায় তার ভাষা
কোনো এক রঙিন নদীর ধার দিয়ে ছুটতে ছুটতে
শব্দ খোঁজে রাখাল।
এক সময় কত ছিল ভালোবাসার লোকজন ,
এখন তারা কমে যাচ্ছে ,
কমে যাচ্ছে হিসেবে ভুল করার লোকও।
দিক বদলানোর প্রথম পাঠ তো আমাদের নিজেরই ভাষায়।
আমি বেঁচে থাকি আজন্মলালিত কিছু কথা
শোনার অপেক্ষায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন