লেবেল

রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -৩৮।। সুধাংশুরঞ্জন সাহা।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 




অমর একুশে -৩৮

সুধাংশুরঞ্জন সাহা


একুশে বাংলা ভাষার স্পর্ধা


একদিন যা ছাইচাপা আগুন ছিল
সেই আগুনই দাবানল হয়ে জ্বলে উঠেছিল
বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি
বাংলা ভাষার দাবিতে
একশো চুয়াল্লিশ ধারা অগ্রাহ্য করে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্ররা
ঢাকার রাজপথে মিছিল নিয়ে গর্জে উঠেছিল 
সেই শান্তিপূর্ণ মিছিলে হিংস্র পুলিশের গুলিতে
রাজপথ রক্তে ভেসে গেল
মাতৃভাষার জন্য প্রাণ বিলিয়ে দিল
সালাম বরকত জব্বার সহ আরো অনেকে
ঢেউয়ের পিছনে বিরামহীন ঢেউ
অশান্ত অকূল জলরাশি...
একুশে শুধু ভাষাশহীদ দিবসই নয় 
একুশে বাংলা ভাষার স্পর্ধা
আন্তর্জাতিক মাতৃভাষার গর্ব
সেদিন থেকেই প্রতিবছর ঢাকার রাজপথ
লাল গোলাপের পাপড়িতে ঢেকে যায়...










1 টি মন্তব্য: