লেবেল

শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২

শুধু কবিতায়... অমর একুশে -৬।। বিকাশ চন্দ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।

 





অমর একুশে -৬

বিকাশ চন্দ




১.
তবুও নীরবে ভাষা অভিমান

অক্ষর শব্দ বর্ণমালা বোঝে না স্বাধীনতা 
তবুও বুঝেছিল মুক্ত প্রাণ দোয়েল পাখির ডাক
মোটা ভাত কাপড় আর নিজস্ব ভাষা
মুক্ত মন মানে তো অনুক্ত অধিকার কথা
সমস্ত জলের রঙ স্বাদ এক
দেশ কাল মাটি গড়ে ভাষার শরীর 
এখন বিমুক্ত পদ্মা মেঘনা গঙ্গার টানে
সীমা রেখা বার বার সীমান্তে ডাকে
শাপলা শালুক জানে বুকের শব্দমালা 
অক্ষর হৃদয় খুঁড়ে বার বার ফিরে আসে
একুশে ফেব্রুয়ারি আর ঊনিশে মে

ধর্মান্ধ কুয়াশা এখন সীমান্ত পারাপার
হায় ভাষা সংগ্রাম নিজস্ব চেতনা বিলাপ
স্বাধীনতা বোঝেনি গোপন মৃত্যু
আঁচল ছড়িয়ে দুয়ার আগলে মা
বাছারা ফিরে আসবে রক্তে ঘামে ভিজে
কান্নার ও শব্দ আছে ভাষা তা কি বোঝে

হৃদয় পেতেছে হাত বর্ণাক্ষরা উবুড় করেছে প্রাণ
ওখানে এক হয়েছে জল জমিন আসমান 
বাংলা আমার চতুর্পাশে তবুও নীরবে ভাষা অভিমান। 




২.
বর্ণ মন্ত্রে প্রথম ঈশ্বর 

জলের ভেতর জলের শরীর কলস্বরা জানলো সবাই 
বৃষ্টি নাচে আপন খেয়ালে পাতায় নাচে আলোর সবুজ
অক্ষর দ্যোতনা অসংখ্য অন্ধকারের বলয়ে মুক্তা আলো
নিরক্ষর যন্ত্রণা দেখেছে বর্ণহীন যত ভাষা বোধ
বিষণ্ণ ছায়া ভেঙে আসে পৃথিবীর প্রিয় মাতৃভাষা মুখ

জীবনের অনন্ত ভাবনায় জেগে ঈশ্বর আলো 
অক্ষর ঘরে বর্ণ মালায় লতায় পাতায় ছায়া মুখ
ফেলে আসা বহুকাল তবু আগলে অন্তর আকর
লোভ লজ্জায় অধুনা জন্ম কেন যে
অকারণ আঁচড়ে ক্ষত ভাষা শরীরের পাঁজর

প্রাণে প্রাণ হৃদয়ের দু'পাশে জ্বলছে রক্ত বাতি
আরো কত বার পরম্পরা পেরোবে প্রশান্ত শতাব্দী
কুঁড়ে ঘর কথা শব্দে ভাসে জল পড়ে পাতা নড়ে
সকল সুবোধ বালক হয়ে ওঠে গোপাল
আদুরে মাসীর কান আর কাটেনি যত চোর ভুবনেরা
অকাল বৈধব্য দশা অনূঢ়া ধর্ষণ যত বীভৎসতা 
অনাহুত কালে বর্ণ মন্ত্রে ঈশ্বর যদি আরাধ্য হন।










1 টি মন্তব্য: