অমর একুশে -৪৬
অশোক রায়
১.
একুশের আহ্বান
অনেক কথা গালভরা লোক-দেখানো
অনেক দন্দ্ব বিতর্ক এখনও জিয়ানো
বছরে বড়োজোর দুবার চোখ ধাঁধানো
গদ্য-পদ্য-ভাষণ-গান অনুষ্ঠান শোনো
আমার ভাষা স্থবির ক্রমশ অন্তিম শয়ানে
জড় পদার্থ চৈতন্যপুপ্ত অন্ধকারের ফ্রিজে
চর্চা এখন সীমাবদ্ধ শুধু নিজস্ব বাগানে
দিশাহীন তরী আটকে গেছে অকারণ বালুচরে
মাঝরাতে শিউরে ছুটে যাই পাণ্ডুর পাঠাগার
পতন কি অনিবার্য প্রশ্ন পাণ্ডুলিপির কবেকার
মাথা নাড়ি আসছে প্লাবন কান্ডারী হুশিয়ার
একুশের প্রভাতে নাও সুর্যপ্রণাম মা-আমার।
২.
ভাষা ভালবাসা
যার আছে ভাষা সেই তো ভালবাসে
শব্দ-চয়ন-সুখ আহা কি রূপ মনে ভাসে
যার আছে বোধ সেই থাকে রসে টইটুম্বুর
বাংলা পত্রিকা পুস্তক রচনায় বুঝি মনমধুপুর
শহীদের রক্তে রাঙা পরাণখানি কাঁদে
তোমরা কি করে হিন্দি চাপাও এমন রক্তরাগে
বাংলা আমার আবেগঘন মহাযুদ্ধের পাশা
নিজেকে ভুলতে পারি ভুলিনি আমার ভাষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন