প্রথম নায়ক নেতাজি -১১
দিশারী মুখোপাধ্যায়
মুক্তি দাও, ক্ষমা চাও
জেড-প্লাস নিরাপত্তা তোমার
এন এস জি কমান্ডো বাহিনী
এমপিফাইভ বন্দুক তাদের হাতে
আর
লক্ষ লক্ষ সাদা কালো ভক্তবাহিনী আছে
তোমার কেটে ফেলা নখচুলেরও
সদাসতর্ক প্রহরী তারা
এক্স, ওয়াই,জেড-এর প্রাচীরে লুকিয়ে লুকিয়ে
জনগণের সেবা করো
কী জানি কেন , মাঝেমাঝেই
দাঙ্গাবিধস্ত নোয়াখালির মাটিতে
প্রায় নগ্ন এক জননেতার কথা মনে পড়ে
ভয় পেতে পেতে আজকাল রাষ্ট্রনায়করা
লেখক কবিদেরও খুব ভয় পায়
জেলখানায় বন্দী করে তাদের
কেন যে বোঝে না
কয়েদখানায বন্দী কবির ক্ষমতা বেড়ে যায়, তখন
লোহার মর্চের মতো ভেঙে পড়ে
দেওয়ালের সব অহংকার
কবিকে মুক্তি দাও
ক্ষমা চাও
নিরাপত্তা বেড়ে যাবে অনেক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন