প্রথম নায়ক নেতাজি -৭
শ্রাবণী বসু
সুভাষ আসেনি
যতদূর চোখ যায় মর্ত্যমাঠ থেকে দেখছি
বিষাদের পাশে বিধাতা প্রাসাদ গড়েছে
শান্তির জমিটুকু লিখে দিতে হয়েছে ক্ষমতাবান শাসকদের নামে।
যে মানুষটা অমারাত্রিকে পূর্ণিমায়-
বদলে দিতো বলে আমাদের বিশ্বাস,
সে আমাদের সুভাষ। যে রক্ত চেয়েছিল।
রাজ্যের মিথ্যুকে হলঘর থিকথিক করছে,
আলোর পাশে চোখধাঁধানো ভেলকি,
এমন দিনে কলঘরে কান্না মুছে দেবার জন্য
তুমি কেন এলেনা বোলো তো ,সুভাষ..!
অসাধারণ সুন্দর কবিতা। ❤️❤️❤️
উত্তরমুছুনঅসাধারণ অসাধারণ অসাধারণ । অসাধারণ শ্রদ্ধাঞ্জলী পড়লাম দিদি
উত্তরমুছুনসকল পাঠককে জানাই হার্দিক শুভেচ্ছা। অঙ্কুরিশা পত্রিকার সম্পাদককে জানাই অশেষ কৃতজ্ঞতা।
উত্তরমুছুন