লেবেল

রবিবার, ৭ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়... হেমন্তের সকাল -৬।। প্রদীপ দে।।Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




হেমন্তের সকাল -৬

প্রদীপ দে



১.

হেমন্ত যে আসে 

           

সকাল হলো
খোলো দরজা খোলো
হিমেল হাওয়া লাগলো প্রানে
সুখের ভারতবর্ষে হেমন্তের এই দেশে …

গরম গিয়ে
বর্ষা বিদায় 
শীত আসার আগে
হিমের পরশ তাই বড়ই ভালো লাগে …

আয় রে সবে 
যাইরে ভুলে
উৎসবের এই দিনে
হিম বায়ু দিয়েছে যে জোয়ারে পাল তুলে …


             

        

  ২.
মিঠে হিমের সকাল 
            

মিঠে হাওয়া মেখে
আবছা রোদে ঘুম ভাঙে
ঘুম ভরা এক আশ্চর্য চোখে
শরীর ভরে হিমের আনন্দ রঙে

ভোর আসে আর আসে
হেঁটে তার গুটি গুটি পায়ে
হিমের পরশে মনের হরষে
মিষ্টি গন্ধে তাই যে বাতাস হাসে

শীত আসে আসুক
না আসে তাও ভালো
হেমন্ত সকাল আমারই থাকুক
শুধুই আমার হয়ে ও আছে, থাকবে আর ছিল।










1 টি মন্তব্য:

  1. আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এগিয়ে চলুক সাহিত্য কর্ম আপনাদের সাহায্যে।

    উত্তরমুছুন