লেবেল

সোমবার, ৮ নভেম্বর, ২০২১

শুধু কবিতায়...হেমন্তের সকাল -৯।। বিকাশ ভট্টাচার্য।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।





হেমন্তের সকাল -৯

বিকাশ ভট্টাচার্য 





১.

পলাতক মেঘের নিচে


টিলা টপকে টপকে যেভাবে রোদ্দুর আসে 
সেইভাবে তুমি এলে সন্দিগ্ধ সকাল 
পলাতক মেঘের নিচে এখনও ধোঁয়াটে ক্লেদ 
জমে আছে মৃত শ্যামাপোকাদের মতো 
নক্ষত্রের চুঁয়ে পড়া আলোর শিশির তাই
অদ্যাবধি হ'তে পারলো না ঘাসের উষ্ণীষ 
কাকের গ্রীবার মতো ভোরে নেই স্হির বিশ্বাস। 
                   




২.
  হলুদ ইশারা 


অতঃপর নীলের চেয়ে অধিক কোনো 
নীলাভ শূন্যতা চোখে পড়ছে না 
মেটে রঙের আকাশ থেকে ক্ষয়ে গেছে 
বাতাসের হিম। পাতলা সুতির চাদর জড়িয়ে 
বুড়ো দুখিরাম চায়ের দোকান খোলে
আড় ভেঙে জেগে ওঠে উনোন
ঈষৎ হলুদ ইশারায় প্রথম রোদ্দুর পড়ে 
গাছেদের চোখের পাতায় ।

                    











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন