হেমন্তের সকাল -১৯
সুধাংশুরঞ্জন সাহা
হেমন্তের কবিতা
(এক)
ধারাবাহিক বৃষ্টিতে চেনা পথ ও শরৎকাল
ধুয়ে মুছে যাওয়ার পর
আমার আঙুলে তুই আঙুল জড়িয়েছিস।
আমি হেমন্তের নির্মেদ মেঘ এবং শব্দের
রহস্যময় আঁধারে আড়াল করি নিজেকে।
সব পরিচয়ের মধ্যেই
কিছু না কিছু অন্ধকার লুকিয়ে থাকে।
থাকে কিছু সংকট ও ঝড়ের লঘু সংকেত।
তবু, তুই আমার মেঘকিশোরী,
আমার অপরিচয়ের সারা দুপুর।
(দুই)
শরৎ যতই ভেসে যাক বৃষ্টির খেয়ালে,
তোর আর আমার মাঝে হেমন্তের সাঁকো
অক্ষরে অক্ষরে গান হয়ে বাজে।
হেমন্তের উদাস আকাশ নিয়ে
পত্রহীন গাছেদের কিছু ক্ষোভ অস্বাভাবিক নয়।
অচেনা পাখিদের সুচতুর ডানা ঝাপটানো দেখে
মনখারাপের মেঘলিপিতেই
ঝরাপাতায় মর্মরিত হয় শীতের আভাস,
শীতঋতুর পদচারণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন