শুধু কবিতায়...
আলোক - উৎসব—৮
নিমাই জানা১.
চিরহরিৎ ও সংসার বৃক্ষ
ভৈরব, স্বাহামন্ত্র জ্বেলে আমার অন্তঃকরণে ধর্মময় আলো জ্বেলে দিলেন
আমি তখন উল্টানো সংসার বৃক্ষের ভেতর থেকে তিনটি লিঙ্গ চিহ্ন বের করে সব বিসর্জন দিলাম গোমতী নদীর তীরে এখানে মুনিদের আবাসস্থল , বর্জন করছেন মরচে পরিচ্ছদ
যে চক্রটি নেমে এসে সৃষ্টি করল এক তপোবন
তার পাশে বসে ধ্যানস্থ এই চিরহরিৎ বৃক্ষ তলের মহা পদাবলী, সকলের হাতে নিরাময় মন্ডলের গুহা
পান্থজনের স্থিতিশীল তরঙ্গ কখন নিস্তরঙ্গ হয়ে শুয়ে আছে মহাদেব হয়, এক সপ্তর্ষিমণ্ডলের কালচক্র মাথায় নিয়ে অশরীরী সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ.....
অবিনশ্বরকে দেখলাম আলোর উদ্ভাসিত তরঙ্গের শিখর থেকে উঠে আসছে তৃতীয় চক্ষু ,মণিকর্ণিকা .....
কপালে রিলেটিভিটি আর থার্ড ফর্ম অফ গ্রাভিটি
আমাদের সকলের মহাকর্ষ ছিন্ন করছেন বিষ্ণু, পাতালপুরীর দিকে ঘোড়াটি দৌড়াচ্ছে এক পক্ষকাল
২.
ভৈরব, স্বাহামন্ত্র জ্বেলে আমার অন্তঃকরণে ধর্মময় আলো জ্বেলে দিলেন
আমি তখন উল্টানো সংসার বৃক্ষের ভেতর থেকে তিনটি লিঙ্গ চিহ্ন বের করে সব বিসর্জন দিলাম গোমতী নদীর তীরে এখানে মুনিদের আবাসস্থল , বর্জন করছেন মরচে পরিচ্ছদ
যে চক্রটি নেমে এসে সৃষ্টি করল এক তপোবন
তার পাশে বসে ধ্যানস্থ এই চিরহরিৎ বৃক্ষ তলের মহা পদাবলী, সকলের হাতে নিরাময় মন্ডলের গুহা
পান্থজনের স্থিতিশীল তরঙ্গ কখন নিস্তরঙ্গ হয়ে শুয়ে আছে মহাদেব হয়, এক সপ্তর্ষিমণ্ডলের কালচক্র মাথায় নিয়ে অশরীরী সঙ্গমের দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশ.....
অবিনশ্বরকে দেখলাম আলোর উদ্ভাসিত তরঙ্গের শিখর থেকে উঠে আসছে তৃতীয় চক্ষু ,মণিকর্ণিকা .....
কপালে রিলেটিভিটি আর থার্ড ফর্ম অফ গ্রাভিটি
আমাদের সকলের মহাকর্ষ ছিন্ন করছেন বিষ্ণু, পাতালপুরীর দিকে ঘোড়াটি দৌড়াচ্ছে এক পক্ষকাল
২.
ভৈরবী ছায়া ও স্পাইরাল সিঁড়ি
ষষ্ঠ মহাপ্রলয়ের পর বাসুকিও নৃত্য করলেন সাপের মাথায়
এমন ভৈরবীর ভেষজ শাখা থেকে চির হিরণ্ময়ী মূর্তিটির আলো জ্বেলে বসে আছেন নৈমিত্তিক প্রহরের দিকে মুখ করে
আমাদের হাতে ত্রিশূল নেই , আমাদের শরীরে বল্কল নেই শুধু রঙিন জবা চোখে দেখছি এই অসুর নাশিনীকে
গলায় সব অহংবোধের মুণ্ডমালা নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিটোরিয়া যুগের হোমো ইরেক্টাস
সব জৈব বিবর্তন বাঁধের উপর সারি সারি মোমবাতি জ্বেলে ম্যান্ডোলিন বাজাচ্ছেন আরুণি
তিনি সৃষ্টি রহস্যের সব বিবর্তন পড়ে ফেলছেন সুষম ক্ষেত্রফল দিয়ে
হাতে খড়্গ নয় , তিনি ধরে আছেন ডিএনএ স্পাইরাল সিঁড়ি আমি পাতালের চারটি বেদানা ফল তুলে রাখছি আগ্নেয় গিরির জ্বলন্ত গর্ভে।
ষষ্ঠ মহাপ্রলয়ের পর বাসুকিও নৃত্য করলেন সাপের মাথায়
এমন ভৈরবীর ভেষজ শাখা থেকে চির হিরণ্ময়ী মূর্তিটির আলো জ্বেলে বসে আছেন নৈমিত্তিক প্রহরের দিকে মুখ করে
আমাদের হাতে ত্রিশূল নেই , আমাদের শরীরে বল্কল নেই শুধু রঙিন জবা চোখে দেখছি এই অসুর নাশিনীকে
গলায় সব অহংবোধের মুণ্ডমালা নিয়ে দাঁড়িয়ে আছেন প্রিটোরিয়া যুগের হোমো ইরেক্টাস
সব জৈব বিবর্তন বাঁধের উপর সারি সারি মোমবাতি জ্বেলে ম্যান্ডোলিন বাজাচ্ছেন আরুণি
তিনি সৃষ্টি রহস্যের সব বিবর্তন পড়ে ফেলছেন সুষম ক্ষেত্রফল দিয়ে
হাতে খড়্গ নয় , তিনি ধরে আছেন ডিএনএ স্পাইরাল সিঁড়ি আমি পাতালের চারটি বেদানা ফল তুলে রাখছি আগ্নেয় গিরির জ্বলন্ত গর্ভে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন