লেবেল

বুধবার, ২০ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... কোজাগরী লক্ষ্মীপূজা।। বিশ্বজিৎ রায়।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





শুধু কবিতায়... 


কোজাগরী লক্ষ্মীপূজা 

বিশ্বজিৎ রায় 




লক্ষ্মীপুজোর সন্ধ্যায়


বাংলা ক্লাসের শুভ্রা দিদিমণি একবার  বলেছিলেন --
" তুই এতো সুন্দর ভাবসম্প্রসারণ লিখিস, চেষ্টা করলে একদিন তুই বড়ো সাহিত্যিক হতে পারবি",
সেদিন বিশ্বাস করিনি, আজ মনেহয় শুভা দিদিমণির
হাতে যদি একটা অন্তত বই তুলে দিতে পারতাম!

নিখিল জ্যেঠু ছোটবেলায় হাত দেখে বলেছিলেন ---
" তুই বিজ্ঞান পড়িস না, সাহিত্য পড়। " 
আমি বিজ্ঞান ছেড়ে আজও সাহিত্য পড়ে চলেছি,
সে-কথা নিখিল জ্যেঠুকে আর বলার সুযোগ পাইনি।

ব্যানার্জিবাড়ির নিঃসন্তান ছোট কাকীমা 
এক লক্ষীপুজোর সন্ধ্যায় প্রসাদের থালা হাতে ধরিয়ে হঠাৎ বলেছিলেন --- " তোর চোখে এতো মায়া লেগে থাকে কেন রে ছেলে!"
সেদিন বুঝিনি, এখন বুঝি, পৃথিবীর সব মায়া কেন আমার দিকে ছুটে আসে...

মায়ের গুরুদেব আমাকে দেখিয়ে মা-কে প্রায়ই বলতেন ---"তোর এই 'ছোটকা'  একদিন 
অনেক উপরে উঠবে, দেখিস"—
কতোটা  উপরে উঠেছি আমি জানিনা গুরুদেব, 
কিন্তু, এই উপরে উঠতে গিয়ে সুন্দরের ছায়ামাখা দিনগুলি যে আমার একটা একটা করে পুড়ে ছাই হয়ে যাবে, সেকথা আপনি  বলে জাননি... 









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন