আলোর- উৎসব -১৭
সমাজ বসু
১.
আলোর বিপরীত শব্দ
অন্ধকারের জন্ম-মৃত্যু নেই—উৎস নেই,
আলোর নিরুদ্দেশই অন্ধকার।
অথচ—
সেই পাথরের দিন থেকে, পদার্থ বিজ্ঞান ছুঁয়ে—
বইয়ের পাতায় পাতায় প্রতিদিন আলোর জন্ম হয়।
আর সেই সদ্যোজাত আলো ধীরে ধীরে বড় হয়—
চারিদিকে ছড়িয়ে পড়ে তার নাম যশ আর খ্যাতি,
এভাবেই কখন যেন এক একটা মানুষ—
আলো মেখে আলোর বিকল্প হয়ে যায়।
অন্ধকার শুধুই আলোর বিপরীত শব্দ,আর কিছু নয়।
২.
শুধু আজ নয়...
ক্রমশ আলো ঠিকরে আসছে,
পিচরং অন্ধকার জড়িয়ে দৃশ্যের ভেতর—
কিছুক্ষণ আগে বিশ্বাস সততা আর ভালবাসার মিলিত আক্রমণে
ছিন্নভিন্ন ছয় ছয়টা দানবীয় অন্ধকার-শরীর।
শুধু আজ নয়—
এভাবেই পালিত হোক প্রতিদিন দীপাবলি উৎসব।
সুন্দর আলোর উৎজাপন
উত্তরমুছুনঅনেক ধন্যবাদ আপনাকে।
মুছুন