আলোর উৎসব -২২
শাহীন রেজা
বিভ্রান্তি
না বিশেষ কিছু নয়,
শুধু একটা আলোর বিপরীতে
আরেকটা আলো দাঁড়িয়ে আমাকে বিভ্রান্ত করছিল ;
করলা দিয়ে ইলিশের ঝোল
রাঁধতে গিয়ে মা যেমন তিতো সামলাতে বিভ্রান্ত হতেন।
নয়ন সাধুর আস্তানায় যেদিন ডাকাত পড়ল সেদিন তালুকদার বাড়ির লোকেরাও বিভ্রান্ত হয়েছিল ; সাধুর ঘরে কি এমন ধন?
হৃদয় ছুঁয়ে যে হলুদ পাখিটি উড়ে যায়, তার ডাকও বিভ্রান্তি ছড়ায়।
শুধু তোমার ইশারায় কোনো বিভ্রান্তি নেই, বিভ্রান্তি থাকেনা;
আমি ঠিকই বুঝে যাই ভালোবাসার সংকেত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন