লেবেল

সোমবার, ৪ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়..।আগমনী বন্দনা -১৬।। অসীমবিকাশ পণ্ডা।।Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

শুধু কবিতায়... 

আগমনী বন্দনা 
অসীমবিকাশ পণ্ডা







আগমনী বন্দনা -১৬

 অসীমবিকাশ পণ্ডা


১.

উপহার 

    আসবি তবু এ বছরও

                   দেখতে বাপের দেশ ,

কোভিড—বণ্যা—ঝড় দাপটে

                 নাইকো খুশির রেশ ৷

 কাশ —শিউলী ফুটবে জানি

                       পড়বে ঢাকে কাঠি,

   সব হারানো  মানুষ গুলোর

                         আনন্দটাই  মাটি৷

পেট ভরানোর চিন্তা যাদের

          তোর  আসাতে  কি যায়,

ফ্রক,জামা—প্যাণ্ট দূরঅস্ত

                  দেখিস  ওরা কি খায়৷

আয় না মা তুই নিয়ে এবার

                        মন ভরানো  হাসি ,

বাণের জলে  ভেসে যাওয়া 

                           স্বপ্ন রাশি রাশি ৷

অসুর সাথে তাড়িয়ে দে মা

                            দুর্যোগ, মহামারী 

সেটাই হোক তোর উপহার 

                      আর কি চাইতে পারি!

        


২.

তবুও উৎসব

           

 "গণেশ-কাতু-লক্ষ্মী-সরো"- র

    মা শুধু নও তুমি,

   আতৃ জানায় শত সন্তান 

   আয় মা বঙ্গভূমি৷

   সবাই হেথা' বছরধরে

  অপেক্ষাতে থাকে ,

   কাশ -শিউলীর আগমনে

    করবে বরণ "মা"কে৷

করোনা -বন্যা -গুলাব -শাহিন

 একের পরে এক,

 বাপের দেশের বেহাল দশা

 এসেই না হয় দেখ৷

অবস্থা সে যাই হোক না 

শুদ্ধ আরাধনা,

নাইকো ত্রুটি আপ্যায়নে 

"মা" যে আপনজনা৷

শতেক দুঃখ শতেক বিপদ 

আসেই যদি কভু,

বাঙালী চাইবে সকল সময়

উৎসব তবু৷




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন