লেবেল

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়...আলোর উৎসব -২৭ ।। তাপস গুপ্ত।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




আলোর উৎসব -২৭

তাপস গুপ্ত



বিসর্জন


ক্রমশ ছোট হয়ে

আরও ছোট হয়ে ঘিরে ধরেছে সময়

পীঠস্থান শূন্য হবে বিসর্জনে

তবুও জানে অর্জনে গৃহীত হবে দেবী পিঠ

এবং সম্মুখস্থ মুখ্য স্থান সহ 

শিথিল কেন্দ্রাতিগ রেখা অবয়ব


তোমার চুলের ক্লিপ তুলে

গেঁথে নিই কণ্ঠ নালী

স্ফুরিত হাওয়া রুদ্ধতায় ঝাঁপ দেয়


যেসব মরু ঝড় পিঠে নক্ষত্র ঝরে গড়েছে মরুদ্যান

সেসব বিসর্জন মরীচিকা  হয়ে

পুজো পায় শহীদ বেদী হত্যাস্থল।











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন