লেবেল

মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

শুধু কবিতায়... আগমনী বন্দনা -২০ ।। সুধাংশুরঞ্জন সাহা।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




আগমনী বন্দনা -২০

সুধাংশুরঞ্জন সাহা 






শরৎ : এক


শিউলি, শিশির, কাশ ছাড়াই
শরৎ এলো কলকাতায়।
সঙ্গে এলো এলোপাথাড়ি হাওয়া,
বজ্রপাত আর একটানা বৃষ্টিপাতে
গলি, পাড়া, মহল্লার পর মহল্লা জলে ভাসিয়ে।
অতীতের সব রেকর্ড ভেঙে দিনের পর দিন
হাঁটু, কোমর জলে জলমগ্ন অনেক অঞ্চল।
বজ্রপাত আর বিদ্যুৎপৃষ্ট প্রাণ কেড়েছে
নির্দোষ বেশ কিছু উজ্জ্বল মানুষের।

তারপর শিউলি ও কাশফুল মাথাচাড়া দিল
শরতের সব শুভ্রতা হারিয়ে।



শরৎ : দুই


মনখারাপের রাত্রি পেরিয়ে যায় একলা পথ।
কুচি কুচি কোড়া কাগজের মতো 
দেশ দেশান্তরে উড়ে যায় মেঘ।
মেঘ মানে কি অচিনপুরের জাহাজ?
মেঘ মানে কি ব্যর্থ প্রেমের ছায়া?
নাকি, তেপান্তরের আভাস!

মনের মাঝে নানা প্রশ্ন সকাল থেকে রাত।
আমার কলম লিখছে বৃষ্টিভেজা ছাতিম গাছ,
রিক্সার অলসতা, বর্ষার লুকোচুরি।
মগজের বিপন্নতা ঘিরে অশনিসংকেত।
পুরনো মেঘেদের জ্যামিতিক বিবাদ।


শরৎ এলো কলকাতায়।
সঙ্গে এলো এলোপাথাড়ি হাওয়া,
বজ্রপাত আর একটানা বৃষ্টি।
গলি, পাড়া, মহল্লার পর মহল্লা জলে ভাসিয়ে।
অতীতের সব রেকর্ড ভেঙে দিনের পর দিন
হাঁটু, কোমড় জলে জলমগ্ন অনেক অঞ্চল।
বজ্রপাত আর বিদ্যুৎপৃষ্টে প্রাণ নিভেছে
নির্দোষ বেশ কিছু উজ্জ্বল মানুষের।

তারপর শিউলি ও কাশফুল মাথাচাড়া দিল
শরতের সব শুভ্রতা হারিয়ে।


















কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন