লেবেল

মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আগমনী বন্দনা -৩।। দুরন্ত বিজলী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

 




আগমনী বন্দনা -৩

দুরন্ত বিজলী






১.

আবাহনী



কূটকচালি দুঃখগুলো উড়িয়ে দিলাম ঐ আকাশে
মেঘের মতো কান্নাগুলো ঝরিয়ে দিয়ে বৃষ্টিপথে
নেমে আসছে মা, পায়ে আলোর মল, চোখে খুশির ঝর্ণা।
মা আসছে, আমরা সারা বছরের ক্লান্তি ঘাম
কাশফুলের বাতাসে মুছে নিলাম। বৃষ্টি ভেজা শিউলি ফুলে
মাকে আবাহনী প্রণাম জানাই --
        মা, অতিমারীর অসুরকে নিধন করতে এসো মা।
        আমাদের চারপাশে মঙ্গলালোকে শুদ্ধ চেতনাকে
        ছড়িয়ে দাও মা, আমরা যেন এই ভয়াবহ অসুরের
        হাত থেকে রক্ষা পাই।' নমো দেবি দুর্গে...!'

কালো কুৎসিত অন্ধকারের ভেতর ঐ তো উজ্জীবনী শক্তি জেগে উঠছে, প্রস্ফুটিত বরাভয় মুখ, উদ্ভাসিত হয়ে উঠছে
পদযুগল ...

         এসো মা, এসো মা দুর্গতিনাশিনী দুর্গে,
            ব্যথার দুর্গ চুরমার করে
           ধ্বনিত হোক উজ্জ্বল জীবনের গান...








২.
কাশফুল মায়ের কথা বলে


মেঘ বৃষ্টি জলে                       কাশফুল দোলে
       বাতাসে ভাসে আগমনী সুর।
আনন্দ আর উৎসবে           বছর পরে সগৌরবে
        আসছে মা, পায়ে বৃষ্টিনূপুর।।

হৃদয় মাঝে দুঃখবোঝা      তবুও চলে সুখের খোঁজা
        মায়ের জন্য বাদ্যি বাজে ঢ্যামকুড়াকুড়কুড়।
সবাই চলে কেনাকাটায়       শরৎ এলে বুক ভরে যায়
        সবার মুখে একটি কথা - মা, আর কত দূর?

অতিমারীর অসুর এসে        বেদনা ছড়ায় দেশ-বিদেশে
       তুমি এসে নিধন করো সেই অসুর।
মেঘ-আকাশে পদধ্বনি           ঐ তো আসে মা-জননী
       সুস্থ করতে এই ধরণী, আর নয় তো দূর।।










এই বিভাগে  আপনিও আজই আপনার  মৌলিক ও অপ্রকাশিত কবিতা  দুটি  মেল বডিতে টাইপ করে পাঠিয়ে দিন। 

ankurishapatrika@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন