লেবেল

মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

প্রেমের কবিতা —১২।। সমাজ বসু।।Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 




প্রেমের কবিতা —১২

সমাজ বসু



১.

তুমি এলে



ভর দুপুরেও সাদা-কালো পিয়ানোর আঙুল-সুর ভাসে,
উল্টোসোজা বুনতে বুনতে উলের বল গড়িয়ে যায়
টেবিলের নীচে—
আবহাওয়া অফিস থেকে  ঠিকরে বেরোয়—
রোদের কুচি। এভাবেই চুমুক দেয়
কিছু সুখ গ্রীষ্মের পানীয়তে আর বাতাসে উড়ে বেড়ায়
তোমার নেলপালিশের আতর।

তুমি এলে...



২.
হারমোনিয়াম

কখন্ হাত থেকে সরে যায় প্রিয় মানুষের হাত,
নদীও গতিপথ পাল্টে ফেলে—
আকাশে চোখ রাখি, লুকিয়ে পড়ে রোদ মেঘসিঁড়ি কোণে।

এভাবেই—
হিমাঙ্কের নীচে জমে থাকা হারমোনিয়ামে বেজে উঠুক
আরো একবার 
রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের কোন গান।




আরও পড়ুন👇🏾👇🏾

প্রেমের কবিতা পর্ব-১১
---------------------------
❤️আজকের কবি—
      তন্দ্রা ভট্টাচার্য্য❤️
 
https://wwwankurisha.blogspot.com/2021/08/ankurisha-emagazine-bengali-poem-in_17.html

1 টি মন্তব্য: