লেবেল

সোমবার, ৫ জুলাই, ২০২১

দুঃসময়ের কবিতা —৬২।। গৌতম মণ্ডল।।আমরা বর্তমানের এই যে সময়ে হাঁটছি তাতে কতদিন আমরা এই ভাবে আতঙ্কের মধ্যে থাকবো আর কবেই বা ঘরের বাইরে বেরোতে পারবো তা নিয়ে এই দুঃসময়ের কবিতা।

 .



দুঃসময়ের কবিতা —৬২

গৌতম   মণ্ডল



দুঃসময়ের সাথী 




জিততেই হবে জীবাণুর  কাছে

প্রশ্নতো নেই  হারার৷

লড়াই  করছে করোনা যোদ্ধা

সাথে  আছে  ডাক্তার৷


দুঃসময়ের  সংকটে আজ

করবে  কে  নিস্তার?

ভয় ভীতি ভুলে স্টেথো কাঁধে নিয়ে

পাশে  আছে  ডাক্তার৷


বন্ধু - স্বজন  আত্মীয় সব

দূরত্ব  ভয়ে  মাপে৷

সাহস  জোগায় নার্স দিদিমণি

হৃদয়ের   উত্তাপে৷


একে একে  সব  দূরে চলে যায়

দূরত্ব  মাপে  সব৷

সঙ্গে  থাকুক  সহমর্মীতা

আর  মানবিক  বৈভব৷







আরও  পড়ুন 👇🏾👇🏾


https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-benghazi-poem-in.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন