দুঃসময়ের কবিতা -৬১
শান্তা চক্রবর্তী
সামান্য জল
এই কমন্ডুলু তোমাকে দিলাম
তিনফোঁটা জলে পৃথিবী সমৃদ্ধ হবে।
এই আগুন সাবধানে রেখো
দু' একটি ফুলকি ছুটলে সভ্যতা জন্মাবে।
এই কুশাসন আগলে রেখো,
তোমার উত্তরাধিকারীর জন্য
গভীর সংকটে স্মরণ কোরো অগ্নি ও জলকে
তোমাদের কল্যাণ হবে।
তিন পা এগিয়ে তিনি মহাপ্রস্থানে গেলেন,
আমি মাটির কন্যা, মাটিতেই রইলাম।
আরও পড়ুন 👇🏾👇🏾
https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_3.html
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন