লেবেল

মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

দুঃসময়ের কবিতা —৬৪।। পাপিয়া গোস্বামী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।

  






দুঃসময়ের কবিতা —৬৪


পাপিয়া গোস্বামী 



১.

একবার ফিরে তাকাও


একবার ফিরে তাকাও পিছনের দিকে—

ছুটে গেছ মায়ের যে আঁচলের তলায় 

শতছিদ্র , যেখানে মুখ লুকোতে চেয়েছ।


একবার ফিরে তাকাও পিছনের দিকে—

ভাতের গন্ধ কতোদিন পাওনি শুধু 

কচু-আলু-ভুট্টা সিদ্ধ খেয়ে বেঁচেছ।


একবার ফিরে তাকাও পিছনের দিকে—

বৃষ্টির আনন্দে সবাই যখন মশগুল 

মাথা বাঁচাবার জায়গা খুঁজে ফিরেছ।


একবার ফিরে তাকাও পিছনের দিকে—

সমস্ত শুভ অনুষ্ঠানে কেবল মাত্র 

একটি পোশাক বারবার পরিধান করেছ।


সুখ-দুঃখ সবার পথের পথিক 

এড়িয়ে যাওয়ার নেই কোন উপায় 

নিজের অতীতকে ভুলতে কি পেরেছ?


অহংকার ভুলে সেই সাদামাঠা মনে শোন

বিশ্বজুড়ে কতো হত দরিদ্রর কান্না 

কখনো একবারও কি ফিরে দেখেছ।






২.

করজোড়ে 



কারা যেন অপেক্ষা করে আছে তোমার জন্য—

কেন?

তুমি জানো না 

একমাত্র তারা-ই জানে।


বড়ো ভারাক্রান্ত মানুষের হৃদয় আজ,

দুঃখ-কষ্ট যেন দাড়ি টেনেছে---

পৃথিবীর ঘরে ঘরে।


মনের মাঝে প্রতিনিয়ত হোমাগ্নি জ্বালি তোমার উদ্দেশে-

তোমার নামে করি মন্ত্রোচ্চারণ।


রাত-দিনের ঘুম যেন উবে গেছে কর্পূরের মতো।

শুনেছি ব্রাহ্ম মুহূর্তের প্রার্থনা সত্যি হয়—

তাই ব্রাহ্মক্ষণে  আহ্বান করি তোমায় করজোড়ে।

এতো উজ্জ্বল জ্যোতি তোমার—

তোমার আলোয় বাঁচে বিশ্বপ্রাণ।

হে জবাকুসুম,

এই ধরণীর মহামারীর যত জীবাণু —

তোমার চ্ছটায় এবার পুড়িয়ে ছাই করে দাও।






আরও  পড়ুন 👇🏾👇🏾


https://wwwankurisha.blogspot.com/2021/07/ankurisha-emagazine-bengali-poem-in_5.html


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন