লেবেল

রবিবার, ১৩ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৩০ ।। পলাশ দাস।। Ankurisha ।।E.Magazine ।।Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -৩০

পলাশ দাস




জলোচ্ছ্বাস 


১.
এই একটা মাত্র পথ 
গ্রামকে ছুঁইয়ে দিচ্ছে 
শহরের সাথে  

মাঝরাতের প্রবল বর্ষণে 
সে পথে ধস 

গ্রামের হাত ইচ্ছে হলেও 
ছুঁতে পারছে না শহরের হাত 

ঠিক এখানেই, 
এই ভাঙা পথের এপারে দেখছি আমাকে। 


২.
এই মাটি গাছ 
আমিও রাখছি হাত 
তারার মতো ছড়ানো ছেটানো বাড়ি 
মুখের মতো ভেসে আছে গ্রাম   
সন্ধ্যার গভীরে 
এখানে নেমে আসলে চাঁদ 
অদ্ভুত আবদারে নদী ছুঁয়ে দেয় 
প্রত্যেক পড়শির গা 



৩.
হুড়মুড় করে রোজ বৃষ্টি হচ্ছে 
বিকেলের আলো আকাশের গা থেকে 
সরে যাচ্ছে যখন 

আকাশ জুড়ে রুপোলি রেখার জ্যামিতিক আয়োজন 
সরলরেখায় পাটিগণিত 
আর বারান্দার কোল ঘেঁষে 
নেমে আসছে পূর্বপুরুষের আশীর্বাদ। 







আরও  পড়ুন 👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_12.html




৩টি মন্তব্য: