লেবেল

রবিবার, ১৩ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -৩১ ।। অপর্ণা বসু।। Ankurisha ।।E. Magazine ।। Bengali poem in literature ।।

 







দুঃসময়ের কবিতা -৩১

অপর্ণা বসু




বন্দী 


অন্তরীণ থাকতে থাকতে দেখছি
ঋতু বদলাচ্ছে পৃথিবী

শূন‍্য ডালে জাগছে কচি কিশলয়
কৃষ্ণচূড়ার লাল ছড়িয়ে আছে
কখনও ঝরঝরিয়ে নামছে শ্রাবণ
চারিদিকে মনভোলানো সবুজ
আবার পেঁজা তুলোর আকাশে
হিমেল বাতাসে শিউলির গন্ধ
জানলার  ওপারে অকপট নীলাভ নভতল
তাকে ছুঁয়ে ডানা ভাসাচ্ছে 
একদল মুক্ত বিহঙ্গ

শুধু আমরাই ঘরে বন্দী

ওরা সবাই আগের মতই
ওদের মুখে কোন মুখোশ নেই।








আরও  পড়ুন👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_94.html









২টি মন্তব্য: