লেবেল

মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

আজ সঙ্গীতসম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষের জন্মদিন। শ্রদ্ধা ও স্মরণে —আরণ্যক বসু।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।।

 





আজ সঙ্গীতসম্রাট হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষের জন্মদিন।এমন অভিজাত কন্ঠ-লালিত‍্য হয়তো হাজার বছরে  একবার আসে ! আমরা সত্যিই ভেসে যাই...

ভেসে যেতে চাই... 'বনলতা সেন' কবিতার মতো... হাজার বছর ধরে...







হাজার বছর ধরে আসে

   আরণ‍্যক বসু


( প্রত‍্যহ তার  মর্মরস্বর বলবে আমায় কী  বিশ্বাসে,

'সে কি আসে -- সে কি আসে ।' // গীতবিতান , বিচিত্র , ৮১ )


সাত সকালের সাইকেল চড়া -

ও আকাশ সোনা সোনা...‌

আনমনা তুমি ,সুরে- সাধনায় 

শান্ত নদীর  গানে ;

আজ হেমন্ত, কাল হেমন্ত,

 নীল আকাশের নীচে,

স্কুলের বেঞ্চে তবলা বাজিয়ে

কবি সুভাষের কানে ।


তুমি তো আজও হেমন্তদিন

মনের জানালা ধরে...


যেখানে তোমাকে অবাক শুনছে 

আকাশ-মাটির হাসি ,

বলো না কোথায় ?

যেতে পারে কেউ ?

পথের ক্লান্তি ভুলে ;

তুমিও যেখানে

লতা-কিশোরকে 

নতুন সুর শোনাচ্ছো--

সাদা পাঞ্জাবি, চশমার ফ্রেমে ,

ব‍্যাকব্রাশ ঘন চুলে।


তুমি তো এখনও হেমন্তদিন

মনের জানালা ধরে...


গাঁয়ের বধুতে, নচিকেতা ছুঁয়ে,

খিড়কি  সিংহদুয়ার,

এমন কন্ঠ হাজার বছরে

 একবার ভেসে ওঠে!

এখনও তোমাকে স্বরলিপি খোঁজে 

মাঠের প্রান্তে দূরে..

তোমার বাগানে বসন্ত হয়ে

রবীন্দ্রনাথ ফোটে!


তুমি তো বন্ধু হেমন্তদিন

মনের জানালা ধরে...



সংগীত সম্রাট  হেমন্ত মুখোপাধ্যায়ের 

জন্মশতবর্ষ-এর জন্মদিনে 

প্রণাম  ও শ্রদ্ধাঞ্জলি 








আরও  পড়ুন 👇👇


http://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_42.html



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন