দুঃসময়ের কবিতা-৩৫
অনিন্দিতা শাসমল
১.
মহাশূন্যতায় দাঁড়িয়ে
বিকেল গড়িয়ে সন্ধে নামছে।
কাঁসাইয়ের তীরে তখন সূর্যাস্তের অস্তরাগ ;
রক্তিম আভা এসে পড়েছে ওদের মুখে।
রিক্ত,নিঃস্ব বুকে মহাশূন্যতা ;
তবুও মুখে হাসি এনে হাতে হাত মিলিয়ে ,
আঠারোর আগুনের পাশে সদ্য সন্তানহারা বাবা-মা।
ছেলের অসমাপ্ত কাজের গুরুভার তাদের মাথায়।
এমনই হাজার হাজার মানুষ প্রিয়জন হারানোর বেদনা নিয়েও রাস্তায় হাসিমুখে দাঁড়িয়ে ,অসহায় মানুষের বন্ধু হয়ে ;
রাত্রি শেষে নতুন সূর্যোদয় দেখবে বলে।
সূর্য তোমাকে উঠতেই হবে।
২.
আসবে না আর কোনোদিন ?
তোমার স্পর্শে গন্ধে বিভোর হয়ে , দিনান্তে ,
ব্যর্থ এ জীবনের কুঁড়িগুলো ফুল হয়ে ফুটতো।
একটা একটা করে, পাপড়ি উন্মীলন করেছো তুমি,তুমি...
নতুন করে বাঁচতে শিখিয়েছো,
সুরে তালে ছন্দে, গতিময় করেছো আমার পথ চলা।
তোমার ঐশ্বর্যে পরিপূর্ণ আমি।
সবটুকু উত্তাপ আজ হিমশীতল।
সজ্জাহীন নিরাভরণ এই শরীর আর নিষ্প্রাণ মন অবসন্ন ,
ঘুমহীন দুঃসহ রাত।
হাসপাতালের শয্যাগৃহ থেকে ,
তুমি ঠিক ফিরে আসবেই, জানতাম।
কদম বনে বনে বৃষ্টি এলো,
তুমি এলে না তো!
আসবে না আর কোনোদিন ?
ক'দিনের এই না দেখা , এই বিচ্ছেদ-
এমন করে চিরস্থায়ী হয়ে গেল!
আরও পড়ুন 👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_48.html
সময়োপযোগী কবিতা।বেশ ভালো লাগলো।
উত্তরমুছুন