লেবেল

বুধবার, ৯ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -২৩ ।। দীপক বেরা।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 






দুঃসময়ের কবিতা -২৩

দীপক বেরা





এই চলে যাওয়া



এই চলে যাওয়া 
আর ভাল লাগে না
এলেই যদি, থাকো আরো কিছুক্ষণ 
শক্ত মুঠিতে ঘাস, খড়কুটো ধরে বাঁচো
জানি, জীবনের প্রতিটি দিনযাপনে
দগ্ধ হই সন্ত্রাসে আগুনে আস্ফালনে
তবুও, নীরব দুপুরে আমলকি বনে
বাতাবি লেবুর গন্ধে উল্লাসে মিশে
ভাবনারা রোদ-ছায়ায় জলছবি আঁকে
এ মাটির জলবায়ুতে বেড়ে উঠি রোজ 
এই তো জীবন, তাকে ছুঁয়ে ভালোবেসে 
একটুখানি বাঁচা, বেঁচে থাকা তো শুধু 
খুব কি বেশি চাওয়া? 

অথচ, বুকের ওঠানামা 
হাঁসফাঁসে নির্গত শেষ নিঃশ্বাসে 
সম্পর্ক ছিন্ন করে এই অবেলায়
চারদিক থমথমে, বাতাসে মৃদু গুঞ্জন 
কত কাছের প্রিয়জন, প্রতিবেশীর
এই চলে যাওয়া 
আর ভাল লাগে না! 








আরও  পড়ুন👇👇


https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_11.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন