লেবেল

বুধবার, ৯ জুন, ২০২১

দুঃসময়ের কবিতা -২৪ ।। ফটিক চৌধুরী।। Ankurisha ।। E.Magazine ।। Bengali poem in literature ।।









দুঃসময়ের কবিতা -২৪

ফটিক চৌধুরী





 দিবাসন্ধ্যা


যেভাবে সন্ধ্যা নামত পাখিদের ডানায়
সূর্যের মতোই ক্লান্তি নিয়ে নীড়ে ফেরা
উলু আর শঙ্খধ্বনির পবিত্রতায়
                  মুখর থাকত প্রতিটি সন্ধ্যা
আমরা রাতের জন্য অপেক্ষা করতাম
 একটি সুন্দর স্বপ্ন দেখব বলে।

সেসব এখন স্মৃতি, স্বর্ণালি অতীত
                            ধরাছোঁয়ার বাইরে।
এখন তো দিনেই সন্ধ্যা নামে
অ-সুখী গৃহকোণে
      এখানে কোন সংগীত নেই
                             কোন কবিতা নেই
হাহাকার মিশে আছে আতঙ্কের হাওয়ায়।
একটাই গন্তব্য যেখান থেকে
                              কেউ ফিরে আসে না
এমন দিবাসন্ধ্যা সম্রাট নিরোও দেখেনি।









আরও  পড়ুন👇👇



https://wwwankurisha.blogspot.com/2021/06/ankurisha-emagazine-bengali-poem-in_11.html

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন