আজ অণুকবিতার আড্ডায়—
পার্থ বন্দ্যোপাধ্যায়
১.
ধ্বজ ভাঙা ল্যাম্পপোস্টের মতো
বেঁচে আছি।
ফুটপাতে এক কোণে
আলোজ্বলা স্তিমিত মাঝরাতে
ফুটপাথ সঠিক টেনে নিচ্ছে
সম্মানিত ভিড়,
এই হ্রস্ব হয়ে বাঁচা
পরিষ্কার তিরষ্কার হিসেবে
মেনে নিতে পারো কি বৈভবে?
২.
সবুজ ছাতা হয়ে এসো
এই নিঃস্ব শহরে
যেখানে আকাশ নীল
জনমানবহীন প্রসস্ত রাস্তায়
শুধু গিজ গিজ করছে গাড়ী আর বিচিত্র মুখোশধারীরা
ঘন গাছের ছায়ায় দম বন্ধ হয়ে আসছে...
৩.
এতো পুড়ে পুড়ে পবিত্র হবার টালবাহানা
ক্লান্ত লাগছে খুব--
সঠিক ওষুধ দিলে
বৃষ্টি হ'ত
ফুল ফুটতো কত
ফল ধরতো থরে থরে
সুন্দর মুখের
জয়গান হতো ঘরে ঘরে।...


অঙ্কুরীশা মহীরুহ তবু
উত্তরমুছুনমুমূর্ষু মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান
শুকনো শ্বাসযন্ত্রে বাতাসের আনাগোনা
কোরোনার রক্তচোখে বালি
আজ তোমার শীতল ছায়ায়
গান গল্প আনন্দ আর নিরাপদ আশ্রয়...