লেবেল

সোমবার, ৩১ মে, ২০২১

অঙ্কুরীশা-য় প্রকাশিত হলো।। দুঃসময়ের কবিতা।। হরিৎ বন্দ্যোপাধ্যায়।। Ankurisha ।।E.Magazine ।। Bengali poem in literature ।।

 





দুঃসময়ের কবিতা

হরিৎ বন্দ্যোপাধ্যায়


১.

নতুন জামা 




কালো রঙের ওপর 

আবার কালো চাপাই

কাকটা রাগে চিৎকার করে ওঠে 


এতো কালো রঙ নিয়ে কি করি


কাকের পাশে 

সাদা জামা পরা

একটা মানুষকে দাঁড় করাই


প্যালেট শূন্য হলে 

নতুন জামার আনন্দে

সে চিৎকার করে ওঠে। 











২.

মেয়েটি




সমস্ত রাতের অন্ধকার বুকে নিয়ে 

মেয়েটি দেখলো, জানলায় সকাল হয়েছে


মুখে আলো পড়তেই 

মেয়েটির দৃষ্টি ভেঙেচুরে গেল


অনেকটা দূরে নদীতে একটা নৌকা ভাসছে 


মেয়েটির চোখের জমিতে ভেসে আসছে মেঘ

বৃষ্টি নামার আগেই নদীকে চিনতে হবে 

তারপর নৌকাকে ডেকে নেওয়া 


মেয়েটি এখন কোথায় কাউকে বলা যাবে না। 








দুঃসময়ের কবিতা বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। 


ankurishapatrika@gmail.com







আরও  পড়ুন 👇👇

https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_30.html







দুঃসময়ের কবিতা বিভাগে আপনিও আপনার মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান। 


ankurishapatrika@gmail.com




২টি মন্তব্য: