আজকের কবিতা
শব আগলে বসে আছি
অজিত বাইরী
শব আগলে বসে আছি আমি
শব আগলে বসে আছে নৌসাদ
দাহ করার কিংবা গোর দেবার
সুযোগটুকুও মিলছে না।
সব শ্মশান, সব গোরস্থান ভরে গেছে শবে;
বাতাসে শুধু সৎকারের হাহাকার।
শত চুল্লির শিখা জিভ বাড়াচ্ছে
একর-পর-এক চিতার দিকে।
একই কবরে উপর্যুপরি শব চাপিয়ে
সংকুলান হচ্ছে না কবরস্থানের।
এ মৃত্যু-মিছিলের শেষ কোথায়?
মৃত্যু শুধু অপরিণাম ধ্বংসের কথা বলছে।
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/05/ankurisha-emagazine-bengali-poem-in_11.html

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন