এই সময়ের কবিতা
গৌতম মণ্ডল
১.
শিশু কন্যা - আলোর বন্যা
বঙ্গদেশে বান ডেকেছে
খুশির আলোক বন্যা ৷
বাঁচার মতন বাঁচবে এবার
ছোট্ট শিশু কন্যা ৷
ফুট্ ফুটে ঐ কন্যা শিশু
চাঁদের কনা মুখ৷
চাঁদর মতন ছড়িয়ে আলো
ঘুচিয়ে দেবে দুখ্ ৷
ভাবছো কেন ঠাম্মা দিদু
ভাবছো কেন মা ?
আঁধার মুছে জ্বালবে আলো
এই শিশু কন্যা৷
পুঁতির মালা, রঙিন জামা
নাকেতে নাকছাবি ৷
এই মেয়েটাই বড় হয়ে
আনবে সুখের চাবি৷
লাল টুক্ টুক্, ঠোঁট দু'খানি
কাজল পরা চোখ৷
খিল্ খিলিয়ে হাসছে মেয়ে
রাতকেটে ভোর হোক৷
২.
শহীদ মাতঙ্গিনী
তখন ছিল স্বদেশী যুগ
দেশ জুড়ে উত্তাল৷
মানবোনা আর মিথ্যা শাসন
দূর করো জঞ্জাল৷
তখন ছিল দেশ পরাধীন
ভারতছাড়োর হাঁক৷
বিপ্লবীদের সংগ্রামী গান
আন্দোলনের ডাক৷
বিদেশীদের অত্যাচারে
জর্জরিত দেশ৷
আসবে স্বরাজ তুলছে আওয়াজ
পুন্যভুমির দেশ৷
পুণ্যভূমি সেই দেশে এক
সাহসিনী নারী৷
জন্মভিটে তমলুকেতে
ভুলতে কি আজ পারি?
বন্দুকের ঐ নলের কাছেও
নির্ভিক তার বুক৷
ঝান্ডা হাতে এগিয়ে চলেন
অনন্ত উসসুক৷
হঠাৎ আওয়াজ গুলির শব্দ
লুটিয়ে পড়েন তিনি৷
বুকের মাঝে থাকলো ধরা
মুক্তি নিশানখানি৷
পুণ্যভুমির এদেশ আজও
তোমার কাছে ঋণী৷
মেদ্ নীপুরের গান্ধীবুড়ি
শহীদ মাতঙ্গিনী৷
৩.
বাংলা আছে— বুকের মাঝে
বাংলা মানে ভোরের আলো
শিশির ভেজা সবুজ ঘাস৷
বাংলা মানে পদ্য - ছড়া
গল্প গাথার উপন্যাস৷
বাংলা মানে মাটির কথা
বুকের মাঝে খুশির হাট৷
বাংলা মানে রবীন্দ্রনাথ
খোকা - খুকুর সহজ পাঠ৷
বাংলা মানে অ-আ ...ক-খ
আমার হাতেখড়ি৷
বাংলা মানে মায়ের কোলে
ছন্দে ছড়া পড়ি৷
বাংলা মানে চাঁদের আলো
ছোট্ট মাটির ঘরে৷
বাংলা মানে সাঁঝের আকাশ
কাজলা দিদির তরে৷
"চাঁদ উঠেছে ফুল ফুটেছে
কদম তলায় কে?
বাংলা আছে বুকের মাঝে
ছাপিয়ে সকলকে ...
আরও পড়ুন 👇👇👇
https://wwwankurisha.blogspot.com/2021/03/ankurisha-emagazine-bengali-poem-in_18.html

খুব ভালো ছড়া। অভিনন্দন।
উত্তরমুছুনখুব ভালো লাগলো।
উত্তরমুছুন