গুচ্ছ কবিতা
ভক্ত গোপাল ভট্টাচার্য
স্তব্ধ করতে চাও
আজ যারা বেসেছিল ভালো
তারাও নিয়তির দখলে
ভাইরাস কাউকে ছাড় দেয়না
সে সৃষ্টিকর্তা হোক ?
রাসায়নিক কে কাজে লাগাতে চেয়েছিলে
ভেবে ছিলে যার হবে তার হবে
চুপি চুপি তৃতীয় বিশ্বযুদ্ধ
তোমরা চলমান সংসার স্তব্ধ করতে চাও
এতো অবহেলা ভাবিনি আগে
জয়ের ভিতর অনিবার্য হার ।
ঝুরে ঝুরে পড়ছে ভূমন্ডলের মাটি
গৃহবন্দীতেও বাঁচা নিশ্চিত নয়
আমরা পান করে গেছি
যে কোনো তীব্র বিষ
তবে এ কোন বিষ
বন্ধুর ভালোবাসা ভরে আছে বুকে
আসিনি তবুও কেউ কারো কাছাকাছি,
হারিয়ে আপন জন ।
ওদের চলা কি থামবে না চরাচর জুড়ে
পৃথিবী ঘুরছে রোজই
আমরা কি পার হতে পারবোনা দুর্গম গিরি ।
রহস্য
শুধু রহস্য আর খেলা
সারাদিন উৎকন্ঠায় জীবন
ভ্রষ্টাচারের দীপপুঞ্জ মূল্যহীন সমাজ
সবার কি মিথ্যা লেগে আছে ঠোঁটে।
ভিখারি বানাও, কিন্তু মনে মনে সব জানো
পূর্ণে ভরা, শষ্যে ভরা দেশ
তবুও থলি হাতে ভিক্ষারির দল
অবসন্ন হয়ে ঘুমিয়ে পড়ি
আর স্বপ্ন দেখি
বিপ্লব এসেছে, কত দুরে।
তোমার প্রভা
তোমার প্রভা আলোরশ্মি
সবই আচ্ছন্ন করে আমাকে।
অন্ধকারে তোমার চুড়ির টুং টাং
ভোলাও লুন্ঠন, আমি ফিরে আসি
তুমি আমার শরীর স্পর্শ কর
দশ দিগন্ত ভেসে যায়
উপচে পড়ে দু'চোখ দিগন্ত আনন্দে
আমি দিশাহীন
পৃথিবী বলে মনে হয় ।
বুকের মধ্যে জলপ্রপাত আহা, সবই সত্যি
অন্যরকম সত্যি ।
আমি তোমার সঙ্গে যাবো
জীবন নদীর পারে
মিশে যাবো জলের ঘুর্ণিতে, কথা নয়
পৌঁছে যাবো অবলীলায়
জীবন নদীর পাড়ে।
মুহুর্তের ঘুর্ণি
কি সুন্দর সবার দিকে তাকিয়ে বলা যায়
শুধু মাত্র নিজেদের কথা ভেবে
যেমন সূর্য আকাশ চাঁদের দিকে
তাকানো যায় সহজে
কোনো অপরাধ ক্ষতির কথা মনে থাকেনা,
ইচ্ছা করে এমন কথা বলি
যার কোনো মানে নেই,
বুদ্ধি হারা শ্রাবণ মাসের মতো।
পুবের বাতাস আপন ভাবনা ভাবে
আর ভালো লাগে না
পথ ভেজা কালস্রোতে ভাসতে,
রেখাহীন পথ দিয়ে হাঁটতে ইচ্ছা করে।
ভাবতে ভালো লাগে পাখিদের আকাশ ভরা
ঘরে ফেরা দেখতে
আমার ঘুমের বাগানে প্রজাপতি মৌমাছিদের
গুঞ্জনশব্দ আবেগের উপত্যকা থেকে
মুহূর্তের ঘূর্ণি এসে যেন ভাষায় ভাবনা।
ভিতরে প্রকৃতির জ্বর
অনিশ্চিত আকাশে বামন কামড়ে ধরছে চাঁদ,
সমাজ বিরোধী হিসাবে জেনে নিলাম।
নিষিদ্ধ ফলের স্বাদ, সত্য বলে জানি জীবনকে
আর সত্য চিতার আক্রমণ,
অরণ্য হারাবার গ্লানি, ভিতরে প্রকৃতির জ্বর
কেন কষ্ট পাও? ওই হাতে ছুতে চাও?
জলের লহরী ভাস্কর্য ধরছে বুকের কাছে
পুরানো অভ্যাস বসে দাঁড়িয়ে রয়েছি
সেখানে, প্রায় চুয়াত্তর বৎসর।
অপেক্ষা চন্দন, চোখের পাতায় তুলসী পাতা
ভালোবাসা আজও কল্পনা গহনা পরা মৃত্যু
উৎসবের পর বাঘ ধরে রেখেছে শিকার ।
আমাদের সংলাপ সময়ের প্রলাপ বলে মনে হয়
তবুও আশায় আশায় আছি
ভূত পেত্নি দত্যি দানব যদি কিছু করে।
সব দিকে বিখ্যাত অন্ধকার, বিজ্ঞানী
নতুন কিছু আবিস্কারে ব্যস্ত
মৃত্যুর আগে রেখে যাবো কি আমরা
নিজেদের কল্পনার জঞ্জাল ।
----------------------------------------------------------------
মতামত জানান।
এই বিভগে মৌলিক ও অপ্রকাশিত লেখা পাঠান
ankurishapatrika@gmai.. com
Fatafati
উত্তরমুছুন