নিবন্ধ
-শঙ্কর তালুকদার
"প্রকৃতির রঙ্গমঞ্চে শিকার ও শিকারীর সমান শক্তির দ্বৈরথ"
-শঙ্কর তালুকদার
আশ্চর্য প্রাকৃতিক খেলায় শিকার ও শিকারীর হাড্ডাহাড্ডি লড়াইএর অদ্ভুত প্রাকৃতিক ব্যবস্থা। তা নিয়ে এই নিবন্ধ—
সুতা পতঙ্গের সূক্ষ্ম দেহগঠনেই যেন বিজয়ের পাণ্ডুলিপি খোদাই চিত্রে প্রকৃতির রূপ বৈচিত্র্য।মাকড়সাভুক সুতা পতঙ্গের (thread bug) ধ্রুপদী বাহ্যিক আকারের অতি বিবর্ধিত চিত্রে, ইউগুবিনাস গনের এই পোকাটি আসলে হেমিপটেরা অর্ডারের, রেডুভিডি পরিবারের অধীনে, এমেসিনি উপ পরিবারে এবং এমেসিনি ট্রাইবের অন্তর্গত বিশেষ পতঙ্গ যেটিকে আমাদের বাড়িতেই ( ধীরেন্দ্র স্নেহালয়, শ্যামনগর, উত্তর ২৪ পরগনায় অক্ষাংশ: ২২° ৪৯' ৫৯.৯৯" উওর এবং দ্রাঘিমাংশ: ৮৮° ২২' ০.০১" পূর্ব )জালের তাবুতে তাঁতিবউ মাকড়সা সিরটফোরা সিক্যাট্রোসার (Cyrtophora cicatrossa)জাল থেকে পাওয়া গেছে।
মজার বিষয় এই যে মাকড়সার জালটিতে এই সুতা বাগ পতঙ্গটি সম্পূর্ণ ত্রুটিমুক্ত করার মতো কৌশলে, মাকড়সার জালে আটকানো শিকারের মতো ভঙ্গীমায় জালের মালিক তাঁতি বউ মাকড়সাকে শিকারের জন্য আকৃষ্ট করার অভিনয় করতে থাকে এবং শেষপর্যন্ত নিজ জালে জড়িয়ে জাল মালিক মাকড়সাকে গ্রেপ্তার করে তারপরে সেটিকেই খাদ্য হিসেবে গ্রহণ করে।
এই জাল-শিকারী এবং জাল নির্মানকারীর মধ্যে নিখুঁত মিথস্ক্রিয়া তাদের আশ্চর্য রকমের শিকার এবং শিকারী আচরণ প্রদর্শন করে কারণ উভয়েই সূক্ষ্ম কৌশল , দেহক্রিয়া ও অভীষ্টে পৌছোনোর সামগ্রিক শর্তাধীন সুবিধাগুলি অনুসারে এখানে শিকার এবং শিকারীর ভূমিকা পালন করে।
সফল সুক্ষ্ম কার্যসিদ্ধির লক্ষ্যে এখানে শিকারী হিসেবে সূতা পতঙ্গটি অতি সংবেদনশীলতায় তাঁর শুঁঙ্গ বা অ্যান্টেনার সাহাজ্যে মাকড়সার শিকারের ফাঁদ জালটিতে মাকড়সার সঠিক অবস্থান সনাক্ত করতে ব্যবহার করে, এই রূপ একাগ্রতায় অল্প অসাবধানে থাকা হোস্টকেই ফাঁদে ফেলে আটকে তাঁর শিকার হিসাবে ধরে ফেলে । শুঁঙ্গের এইরূপ সংবেদনশীলতায় জালের মধ্যে বিশেষ তরঙ্গ সৃষ্টি করে হোস্টকে বিভ্রান্ত করে এবং মাকড়সাটির নিজের সিল্ক জালে জড়িয়েই (ওয়েব তৈরির জন্য মাকড়সার দ্বারা উৎপাদিত সিল্ক) দিন এবং রাতের উভয়ই সময়েই এইরূপ জীবের ক্রীড়া প্রদর্শনী বা ইকো-স্পোর্টস সম্পন্ন করে।
অপরদিকে অনেক ক্ষেত্রেই জাল মালিক মাকড়সার কার্যকরী সংবেদনশীলতা, একাগ্রতা ও অভীষ্ট লক্ষপূরণের প্রচেষ্টার কারণে ছবিটি পরিবর্তিত হয়ে মাকড়সাটিই সুতা পতঙ্গটির উপরে সফল শিকারী হয়ে উঠতে পারে এবং প্রকৃতির এই আশ্চর্য নিয়মে শিকার ও শিকারীর অবস্থান অদল - বদল হয়ে ছবিটি সম্পূর্ণ বদলে যেতে পারে !
ছবি ১.
তাঁতি বউ মাকড়সা
প্রানীজগতের অমেরুদন্ডী সন্ধিপদ পর্বের, এরানি বর্গের, এরাকনিডা শ্রেনীর, এরানিডি পরিবারভুক্ত সিরটোফোরা গনের সিকাট্রোসা প্রজাতীর প্রানী!
এরা তাবুর আকারের সূক্ষ্ম জাল নির্মান করে এবং সেই জালের অভ্যন্তরে চূড়ায় কাছাকাছি উর্ধ্বমুখে ঝুলতে থাকে, যেখানে এই তাবুর মেঝে অঞ্চলে একটি চাদরের মত সূক্ষ্ম বুনোটের জালকে ট্রাপিজের জালের মত টাঙিয়ে রাখে।
এই তাবুতে ঢোকার সমস্ত পথে আঠালো সিল্কের সুতোতে এমন ভাবে ফাঁদ পাতা থাকে যে সাধারণত কোন শিকারী পোকা-মাকড়ের ঐ তাবু-ঘরে ঢোকার সম্ভাবনা খুবই ক্ষীণ। আর একবার যদি কৌশলে কোন ছোট প্রাণী এই তাবু ঘরে ঢুকে ও পড়ে, তাহলে সচেতন মাকড়সাটি
তৎক্ষনাৎ তার সন্ধান পেয়ে তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বিষাক্ত কামড়ে শিকারকে নিস্তেজ করে ফেলে ও চোষক উপাঙ্গের সাহায্যে দেহরস চুষে নিয়ে ভোজ সম্পন্ন করে !
ছবি ২
সুতা পতঙ্গ
এটি হল সুতা পতঙ্গ; অমেরুদন্ডী প্রাণীদের মধ্যে এরা সন্ধিপদ পর্বের, হেমিপটেরা বর্গের, রেডুভিডি পরিবারের অধীনে, এমেসিনি উপ-পরিবারের, ইউগুবিনাস গনের অন্তর্গত একটি সুতোর মত সূক্ষ্ম আকারে, জিরাফের মত সরু গলার বিচিত্র একটি আকর্ষণীয় প্রাণী ! যারা প্রধানত যেখানে সেখানে জাল বানানো তাঁতি বউ মাকড়সাদের জালে আটকে পরা পতঙ্গ ধরে খায় ! নিজেদেরকে রক্ষা করতে এদের দেহের সূক্ষ্ম, অতি সংবেদনশীল পুঞ্জাক্ষী ও শুঁঙ্গের সাহায্য জাল মালিক মাকড়সাকেও আত্মরক্ষার সময়ে শিকারে পরিনত করতে পারে, তথা তাঁতিবউ মাকড়সার জালের শৃঙ্গের উপরের দিকে ঝুলন্ত সিল্কের প্যাকেটে থাকা ডিমের থলীকেও খাদ্য হিসেবে গ্রহন করে থাকে !
ছবি -৩
সুতা বাগ পতঙ্গ
সুতা বাগ পতঙ্গ উড়তে উড়তে কখনো শুকনো গাছের ডালের উপর বসে পরে ও শিকারের সংস্থান মিটিয়ে থাকে, যখন লম্বা হাত ও শুঁঙ্গ উপাঙ্গের সাহায্যে বিশ্রামকারী কোন পতঙ্গ বা মাকড়সা ধ'রে তাঁর খাদ্যের চাহিদা মেটায়।তাছাড়াও জালের টাঙানো সিল্কের সুতার সূত্র ধরে পর্যবেক্ষণ ও সামগ্রিক আন্দাজের পরে বিশেষ কৌশলে মাকড়সার জালে প্রবেশ করে !
ছবি- ৪
তাঁতি বউ মাকড়সা
এই নিবন্ধের দুই নায়ক-নায়িকা এবং তাদের সমান শক্তির দ্বৈরথে তাঁতি বউ মাকড়সার সিল্ক অস্ত্র ও তার সূক্ষ্ম জালের চক্রব্যুহ এবং বিষের রাসায়নিক অস্ত্রের শক্তির কাছে এলিয়ান বা বহিরাগত সুতা বাগ পতঙ্গের সূক্ষ্ম দেহগঠনের জটিল জৈব কারিগরী কৌশল এবং শিকার ক্ষেত্রের বিস্তার , জল স্থল ও আকাশে বিচরণ ক্ষমতার অভিজ্ঞতার যে লড়াইয়ের গল্প এই নিবন্ধে উপস্থাপন করতে চাইছি, তার মধ্যে সিরটোফোরা সিকাট্রোসা মাকড়ের বিচিত্র দেহ বর্ণ ও তার ঔজ্জ্বল্যের বিবর্ধিত চিত্রে যে, সাবধানবানী রূপ অস্ত্রের আকার নিয়েছে সেটিকেই এখানে দেখাতে চেয়েছি !
ছবি- ৫
দীর্ঘদেহী সুতা বাগ
এই ছবিতেই যেন তাঁতি বউ মাকড়সার বাড়ির ভিতরে তাবুর নীচের সমতলে যে সার্কাসের ট্রাপিজের টাঙানো জালের চাদরের উপর WWF-এর অনুষ্ঠানের আয়োজন হয়েছে !
শক্তি দেখানোর দ্বৈরথে দীর্ঘদেহী সুতা বাগ পতঙ্গ ও সুন্দরী অভিজাত এবং চক্রব্যূহ রচনাকারী তাঁতি বউ মাকড়ের সেই ভয়ঙ্কর লড়াইয়ের পর্যবেক্ষণ কালে আমার Sony handicamএর জুম লেন্সে যে ভাবে ধরা পরেছে তারই স্থির ছবি এখানে পরিবেশিত হল।
ছবি- ৬
বিজয়ী সুতা বাগ পতঙ্গ
WWF-এর ট্রাপিজে তুমুল যুদ্ধের পর বিজয়ী সুতা বাগ পতঙ্গ, ইউগুবিনাসের পেট ভরে মাকড়-স্যুপ ভক্ষণ করার পর ঐ মাকড়সার (তাঁতি বউ মাকড়সা) নিজের তৈরী সিল্কে জড়ানো দেহাবশেষটি বুকের কাছে রেখে সদর্পে জয়ের উচ্ছাস ও ক্ষুধা নিবৃত্তির তৃপ্তির জানান দিচ্ছে যেন !
ছবি- ৭
কারিগরি সুতা বাগ পতঙ্গ
সুতা বাগ পতঙ্গের মাথা অংশের বিভিন্ন উপাঙ্গ সহ দেহ গঠনের সূক্ষ্ম বৈচিত্র্যগুলি অতি উচ্চ বিবর্ধক ডিজিটাল অণুবীক্ষণ যন্ত্রের পর্যবেক্ষণে প্রকৃতির এই বিশাল কর্ম যজ্ঞের স্বার্থক এবং কল্পনার সূক্ষ্মাতিসূক্ষ্ম কারিগরী শিল্পের অপূর্ব কর্মশৈলী !
ছবি- ৮
সুতা বাগ পতঙ্গ
এই নিবন্ধের চিত্র বর্ণনার মধ্যে এই ছবিটিতে সুতা বাগ পতঙ্গ, ইউগুবিনাসের আশ্চর্য অতি সংবেদনশীল পুঞ্জাক্ষীর অতি বিবর্ধিত আণুবীক্ষণিক চিত্র দেওয়া হল!
অনবদ্য!
উত্তরমুছুন