প্যাঁচ
ঘুরঘুরেটা যেমন ঘোরে
তেমন ঘোরে লাট্টু
আরব দেশে গিয়ে এবার
কিনবে সাদা টাট্টু ।
বিট্টুকে সে দেখিয়ে দেবে
নাগরদোলার প্যাঁচ
কয়েক প্যাঁচের ডিগবাজিতে
ধরবে এবার ক্যাচ ।
কাটবে ঘুঁড়ি আড়াই প্যাঁচে
মুরগি হবে জবাই
কেমন জব্দ বিট্টু তুমি
এবার তবে"বাই- বাই"।
তালের মহিমা
দাদরা চলে ছ'মাত্রাতে
কাহারবা আট মাত্রা
বন্দনা শেষ হলেই তবে
শুরু হবে যাত্রা ।
ঝাঁপতাল তো পাঁচে পাঁচে
তেওড়া চলে সাতে
ত্রিতাল চলে ষোল মাত্রা
তেহাই থাকে সাথে ।
রূপক দেখি সাত মাত্রা
ষষ্টী হয় ছয়
এই তালেতে লয় রাখাটাই
বড্ড লাগে ভয় ।
একতাল হয় বার মাত্রা
দুটো রূপে চলে
সুরে সুরে ভাসে সবাই
হৃদয়ের কথা বলে ।
সুরফাঁকতাল চোদ্দতে হয়
লয় কারী বেশ শক্ত
যে জন জানে সুরের মহিমা
সেইতো এতে ভক্ত ।
সব তাল ছেড়ে ত্রিতালে'তে
সারাজীবন ধরে
দেখ তোমার মন খুলবে'ই
রাখো যদি ধরে।
বায়না
নোনা জলে ভাসছে চোখ
দিদি বলে কিসের শোক
বায়না আছে ষোলো আনা
পড়াশোনায় মন বসে না ।
গান করতে বললে
কোনো সাড়া মেলেনা
একটা কথা বললে
অন্য কথা শোনে না।
কথায় আছে ষোলো আনা
কারও কথায় মন ভরেনা ।
বাড়ির খাবার ভালো লাগেনা
বাইরের খাবার নিতে শুধু বায়না ।
রাগ করে মা বললো আমায়
লেখাপড়া নেই, শুধুই জ্বালায় ।
যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান।
মতামত জানান
bimalmondalpoet@gmail. com
সুন্দর সব ছড়া
উত্তরমুছুনছড়াগুলো সুন্দর l সম্পাদকের মুন্সিয়ানা আছে l
উত্তরমুছুন