লেবেল

শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মহানায়ক উত্তমকুমারের ৪০ তম প্রয়াণ দিবসঃ — শ্রদ্ধা ও স্মরণে- বিমল মণ্ডল

মহানায়ক উত্তমকুমারের ৪০ তম প্রয়াণ দিবসঃ
             শ্রদ্ধা ও স্মরণে- বিমল মণ্ডল    



রোমান্টিক নায়ক বাংলা সিনেমার সুপার হিরো  উত্তরকুমারের আজ ৪০তম প্রয়াণ দিবস। তাঁর এই প্রয়াণ দিবসে  জানাই প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য। 

১৯৮০ সালে ২৪শে জুলাই কলকাতায় প্রয়াত হন উত্তরকুমার। যাঁর প্রকৃত নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি আজ সমগ্র বাঙালীর কাছে 'মহানায়ক খ্যাত '। 




ভারতীয় বাঙালী চলচ্চিত্র জগতে তিনি একজন চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক এবং পরিচালক। এছাড়াও তিনি সফলকারী মঞ্চ অভিনেতা। 





মহানায়ক উত্তমকুমারের প্রথম মুক্তি প্রাপ্ত চলচ্চিত্র হলো 'দৃষ্টিদান'। এরপর 'সাড়ে চুয়াত্তর ' মুক্তি পাওয়ার পর তিনি চলচ্চিত্র জগতে স্থায়ীভাবে স্থায়ী আসন লাভ করেন। এই সিনেমার মাধ্যমে বাংলা চলচ্চিত্র  জগতে সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম - সুচিত্রা জুটির সূত্রপাত হয়। বাংলা চলচ্চিত্রে পঞ্চাশ - ষাটের দশকে উত্তমকুমার ও সুচিত্রা সেন প্রশংসনীয় ভাবে চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছেন।   





১. হারানো সুর
২.পথে হলো দেরি
৩.সপ্তপদী
৪.চাওয়া- পাওয়া
৫.বিপাশা
৬.জীবন তৃষ্ণা 
৭. সাগরিকা  প্রভৃতি । 








বাংলা চলচ্চিত্রের পাশাপাশি কয়েকটি হিন্দী চলচ্চিত্রে অভিনয় করেছেন। যেমন -' অমানুষ ', 'মুলাকাত '   ,  'আনন্দ আশ্রম'   প্রভৃতি। এছাড়া বিখ্যাত পরিচালক সত্যজিৎরায়ের পরিচালনায় 'নায়ক' এবং 'চিড়িয়াখানা' -এই দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 





সিনেমা জগতে জনপ্রিয় নায়কদের মধ্যে  মহানায়ক উত্তমকুমার ছিলেন অন্যতম। তাঁর আজ ৪০তম প্রয়াণ দিবসে জানাই শ্রদ্ধাজ্ঞাপন।    



                      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন