লেবেল

বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০

ছড়ার মেলা /পর্ব-৫




আজব দেশ
রবীন্দ্রনাথ ভৌমিক

বনে জলে জঙ্গলে খুঁজে আতিপাতি
এনেছে ঘোড়ার ডিম হাঁদারাম হাতি,
তার ভাই ভোঁদারাম,সারা দেশ ঢুঁঢ়ে
পক্ষিরাজের ছানা,আনে খাঁচা পুরে।

তাদের ছোট্ট ভাই,ছোটু খাঁদারাম
এনেছে নীলপরী, হাসি তার নাম,
তাই নিয়ে কাড়াকাড়ি, সবুজের দেশে
সবাই খুশির বানে-যায় সুখে ভেসে।

রূপ নিয়ে,কথা নিয়ে, রূপকথা হয়
আহা কী দারুণ মজা!করে মন জয়,
হাঁদা ভোঁদা খাঁদা -রা নিয়ে দলবল
আজব দেশে ঘোরে,হেসে কলকল।






জয় পরাজয়
সঞ্জীব দে

একটু কিছু হলে পরে
       করিস কেন আড়ি ?
ভাবের বেলায় তবে কেন
          হয় যে বড় দেরি ?

পাড়া পড়শি বন্ধু সূজন
         মিলেই কাটে জীবন
 এখন দেখি পর্দা ফেলা
               সকল বাতায়ন।

গোমড়া মুখো বুদ্ধু ভুতুম
             ফোলা সবার গাল
রাগ পুষে সে হারায় আমোদ
              একলা কাটায় কাল।

একটা আকাশ একই মাটি
                   দুই পড়শি দেশ
 ভারত চীনার লাদাখ ঘাঁটি
                      ছড়ায় বিদ্বেষ ;

  নটি বড় বাঁটুল চিনে
              মোটেই সুজন নয়,
 রোগ ছড়িয়ে ভাবছে বুঝি
                এটাই ওদের জয়।



নেই 
স্বপন বিশ্বাস  

স্কুল নেই,পড়া নেই 
পাঁচটায় ওঠা নেই
মিস নেই,বকা নেই 
ছুটির ঘন্টা নেই
পাশ নেই,ফেল নেই
ই- স্কুল আছে।

মাঠ নেই, খেলা নেই
বৃষ্টি ভেজা নেই
কাদায় আছাড় নেই
জ্বর- জ্বর হওয়া নেই
হার নেই,জিত নেই
ই- গেমস আছে।

রিন্টিকে ছোঁয়া নেই
চুল টেনে খোলা নেই 
দিদানের চুমু নেই
চোখ খুলে ঘুমু নেই
সঙ্গী তো কেউ নেই
মা-বাবাই আছে।

করোনার ঘর নেই
যাবার আর মন নেই
আমাদের লক নেই
কোথাও ওষুধ নেই
মাস্ক আর,
স্যানিটাইজার আছে।




যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
   bimalmondalpoet@gmail. com       




২টি মন্তব্য:

  1. সুন্দর সব ছড়া । অভিনন্দন অনেক।

    উত্তরমুছুন
  2. পড়ছি l ভালো লাগছে l তবে কিছু ছড়া ভালো লাগলো না l সম্পাদক মহাশয় কে আরও যত্নশীল হবার অনুরোধ জানাই l

    উত্তরমুছুন