বহিরাগত জীববৈচিত্র : দেশীয় জীববৈচিত্রসমূহ এবং আমাদের সামগ্রীক পরিবেশ বিনষ্টকারী উদ্ভিদ;
পার্থেনিয়ামের ইতিহাস
শঙ্কর তালুকদার
ভূমিকা :
প্রাচীন গ্রীসে পারগামামের নিকটবর্তী বর্তমানের ত্রিপোলী থেকে ১৮ কিলোমিটার দূরে প্রাচীন ম্যাসিয়ার একটি শহর থেকে যাত্রা শুরু করে সাড়া পৃথিবীর উষ্ণ ও নাতিশীতোষ্ণ জলবায়ুময় অঞ্চল গুলিতে ভয়ানক ভাবে ছড়িয়ে পড়া এই উদ্ভিটির মাত্রাহীন দমন ক্ষমতা যে এই সব অঞ্চলের উদ্ভিজ বৈশিষ্টে বিপুল অনিশ্চয়তা ও অবলুপ্তির সঙ্কেত দিচ্ছে, সেটি আমাদের দেশের প্রত্ত্বন্ত গ্রামের অব্যবহৃত জমি, হাইওয়ের পাশের মাইলের পর মাইলের জমিতে তাদের একক বিচরণ লক্ষ করলেই আন্দাজ করা যেতে পারে।
আর এই গাছের সমস্ত অংশটাই অর্থাৎ গোড়া থেকে আগা পর্যন্তই মানুষ ও তাঁর পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক ও বটে।
আর এই উদ্ভিদটির পরিবেশের অন্য জৈব বৈচিত্র্যকে দমন করার বিপুল ক্ষমতা, এমনকি এর পরাগ পর্যন্ত মানুষের পক্ষে কি ক্ষতিকর সেইসব জানানোর জন্য এবং সেই সাথে ব্যক্তিগত স্তরে এটি নিয়ন্ত্রনের প্রচেষ্টায় সকলের জন্য সচেতনতা পরিবেশনের উদ্যেশ্যে এই বহিরাগত আপাত রূপবতী উদ্ভিদটির সম্বন্ধে সাধারণের অবগতির জন্যই আমার কলমে “পার্থেনিয়াম” নামের সুদৃশ্য জীব বৈচিত্রটিকে তুলে ধরতে চেয়েছি।
পাঠকদের এই অবগতি যদি নিজ নিজ পরিবেশে বেড়ে ওঠা এই ক্ষতিকারক গাছটিকে ধ্বংশের প্রচেষ্টায় আকৃষ্ট করতে পারে, তার ফলেই কেবল অচীরেই আমরা এই অভিশপ্ত পরিবেশ হন্তা জীব বৈচিত্রটির দমনলীলা থেকে আমাদের পরিবেশকে রক্ষা করার সুযোগ পেতে পারব, আর আমার এই সংকলন লেখা স্বার্থক হবে !
পার্থেনিয়াম জীববৈচিত্রটি ধ্বংশের এক ভয়ানক বিদেশী জৈব-চর গুল্ম কতটা ভয়ানক প্রভাবশালী আক্রমণকারী প্রজাতির গুল্ম (Invasive species) এই পার্থেনিয়াম ?
কি ভাবে এই ক্ষতিকারক উদ্ভিদ থেকে আমাদের প্রকৃতি ও নিজেদেরকে বাঁচানো যেতে পারে ?
জৈব প্রকৃতির অনন্য তথা অন্যতম প্রধান উপাদান হচ্ছে উদ্ভিদ। কোনো কোনো উদ্ভিদ যেমন আমাদের উপকারে আসে তেমনি কোনো কোনো উদ্ভিদ আবার ব্যবহারের কৌশল না জানার কারণে আমাদের ক্ষতিরও কারণ হয়ে দাঁড়ায়।
পশ্চিমবঙ্গে এমন কোনও জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে পার্থেনিয়াম নেই। অথচ এই উদ্ভিদটির জীব-ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী, এরা কিন্তু এই ভূখন্ডের উদ্ভিদই নয়, বরং এটি একটি আক্রমণকারী প্রজাতির ( Invasive species) গুল্ম। এর ক্ষতিকর প্রভাবের জন্য মাঝে মাঝে প্রশাসনের পক্ষ থেকেও সাফাই চলে।
কিন্তু সে সব বাধাকে অতিক্রম করে ভয়ানক ভাবে বিস্তার লাভ করে বিভিন্ন ভাবে পরিবেশ ও মানুষের ক্ষতি করে চলেছে।যদিও অল্পকিছু গুণ ও এদের রয়েছে ।
পার্থেনিয়ামের ইংরেজি নাম Perthenium এবং বিজ্ঞানসম্মত নাম Parthenium hysterophorus৷ এটি এ্যাসটারেসি উদ্ভিদ পরিবার ভুক্ত একটি গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ।
(ক্রমশ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন