লেবেল

রবিবার, ২১ জুন, ২০২০

নির্বাচিত অল্প স্বল্প গল্প




ফারাক   

লকডাউনে আমার কোনো সমস্যা নেই। চাকরি যাবার চিন্তা নেই ।রোজ দোকান বাজার থেকে রেহাই।
ট্রেনে বাসে ঠেলাঠেলি করে আফিস যাওয়া নেই ।
সারাদিন স্মার্ট ফোনে জ্ঞান আহরণ, গুন বিতরণ ।পুরোদমে আড্ডা ।আফিস পাড়ার গুলতানি আর খাওয়া
যদিও বা মিস হচ্ছে। অনেকটা বেশি পেলে ওইটুকু ছাড়াই যায় ।।

অলংকরণ- বিমল মণ্ডল  



   সত্যবাদী 

মতি গোয়ালা ক'দিন নাতিকে পাঠাচ্ছে দুধ দিতে ।রুমি আজ ওকে পাকড়াও করেছে।
— দেখলাম পুকুর থেকে জল মেশালি। 
— নাতো । 
— মিথ্যে বলছিস? জানিস না মিথ্যে বললে ভূতে ধরে। 
— সত্যি বলছি, পুকুরের নয়, টাইমকলের। 
—কতটা? 
— বাবা বলেছে, তোমাদের মন্দিরের জন্য, দশ পোয়াতে এক পোয়া ।অন্যদের বেশি।।

অলংকরণ-বিমল মণ্ডল  



   আক্ষেপ 

প্রায়ই পাশের বাড়ির নারকেল পড়ে জানলার রেনশেড ভাঙ্গতে চলেছে, সেদিকে খেয়াল নেই কর্তার ।নারকেল পড়লে ওনারা এসে নিয়ে যাবে, নয় তিনি গিয়ে দিয়ে আসবেন ।বুলানের মা'র যত রাগ ওই গাছটার ওপর ।
গতবছর কালবৈশাখীতে বাজ পড়ে গাছটা এখন মৃত প্রায় ।
গাছটার দিকে তাকালে নিজেকে খুব অপরাধী মনে হয়।।

অলংকরণ-বিমল মণ্ডল  


   অর্জুন ছাল 

অর্জুন গাছটাকে দেখি ।যে যতদূর পর্যন্ত পারে ছাল ছাড়িয়ে নেয়, হৃদয়হীন হয়ে নিজের হৃদয়ের জন্যে ।গাছটা অল্প মাটি আঁকড়ে কষ্ট সহ্য করে বেঁচে থাকার লড়াই করে।
আম্ফানে খুব মনে হচ্ছিল ওর কথা ।পরদিন দেখতে গেলাম।
কোনো রাস্তা আটকে নয়, তার ছিঁড়ে নয়, বাড়ি ভেঙ্গে নয়, শেকড় সমেত উপড়ে পড়ে আছে ।।

অলংকরণ- বিমল মণ্ডল  


    উসুল 

প্রত্যেক মাসে অনুকে হাতখরচ দিতে তপনের বুকটা শুকিয়ে যায় ।দুহাজার টাকা!
মেয়ের হুকুম, নইলে জামাইয়ের সামনেই হয়তো 
জিজ্ঞেস করে বসবে। 
এই লকডাউনে মনের অনেকদিনের কষ্ট পুষিয়ে নিচ্ছে। মেয়ের নির্দেশ, কাজের লোকেরা ঢুকবে না ।
অনুকে সব করতে হচ্ছে ।দু'হাজার টাকা এখন ফালতু খরচ হচ্ছে না ।।

যেকোনো বিভাগে অপ্রকাশিত লেখা পাঠান
মতামত জানান
bimalmondalpoet@gmail. com        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন