সূর্যের বলয় গ্রহণ '২০২০'
শংকর তালুকদার
সূর্যের বলয় গ্রহণের মোবাইল চিত্রের এই রকম দেখা যাচ্ছে বেলা ১২- ৪৫মিঃ এ আমাদের বাড়ি থেকে(Latitude: 22° 49' 48.00" N
Longitude: 88° 22' 12.00" E)।
তথ্য অনুযায়ী সম্পূর্ণ বলয় গ্রহণ পার করে চাঁদ সূর্যের আলোক গোলকের মধ্যভাগ একবার সম্পূর্ণ আচ্ছাদিত করে( বাইরের দিকে সূর্যের পরিধিতে আলোক বলয় রেখে) বেরিয়ে আসতে শুরু করেছে।
দর্শনে - শঙ্কর তালুকদার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন