অমিত গোলুই
আলপথ
আলপথের দু'দিকে একই রকম ধানখেত ।
একই চাষিরা দু'দিকের জমিই চাষ করে ।
একই পাম্প দু'দিকের জমিকেই জল দেয় ।
তবু , এদিকের ধানখেতের সঙ্গে
ওদিকের ধানখেতের সামান্য হলেও
পার্থক্য দেখা যায় ।
মাঝে আলপথ আছে বলেই কি
পুরোপুরি প্রতিবিম্ব হয়ে উঠতে পারেনি ?
সমর্পণ
আসন পাতছো কেন ?
কোথায় বসবেন উনি
তুমি কি জানো ?
তার থেকে বরং ভাঁজ করে রাখো ,
তিনিই সুবিধা মতো বিছিয়ে নেবেন ।
মোটা খাতাটায় আর কিছু লিখো না ,
একটা পাতা অন্তত সাদা রাখো
যাতে উনি কিছু লিখতে পারেন ।
পরিষ্কার করে রাখো মেঝে ,
যাতে আলতা পরা পায়ের ছাপ
স্পষ্ট ফুটে ওঠে সাদা মেঝেতে ।
বৃদ্ধাশ্রম
ছেলে আমেরিকায় । মেয়ে দিল্লিতে ।
বুড়ো বাবা এখন একাই থাকে এতবড় বাড়িতে ।
না , ছেলে - মেয়েদের কোনো দোষ নেই ।
তারা দু'জনেই চেয়েছিল বাবাকে নিয়ে যেতে ।
নাতনি শেলিও বলেছিল -- চলো না দাদু ,
ওখানে গেলে তোমার হাঁটু ভালো হয়ে যাবে ।
শুনে দাদু বলেছিল -- সে হয় তো যাবে
তবে , ওখানে কি ভোরের শিউলি পাবো
শিশির ভেজা পথে ?
পাবো , সন্ধেবেলা ঠাকুর ঘরে
ধুনোর গন্ধ , শাঁখ , ঘন্টার শব্দ ?
এখন বাবা আরো বুড়ো হয়ে গেছে ।
ধূপ - ধুনোর গন্ধে হাঁপানির কষ্ট
বাড়ে বলে ঠাকুর ঘরেও যায় না ।
শাঁখ , ঘন্টার শব্দও অসহ্য লাগে ।
ডাক্তারের কথায় শিশির ভেজা পথে
খালি পায়ে হাঁটাও নিষেধ ।
ছেলে - মেয়েরা কেউই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি ।
তবু , নিজের বাড়ি , নিজের অজান্তেই
বাবার কাছে বৃদ্ধাশ্রম হয়ে গেছে ।
রঙিন
এ ওকে রঙ মাখাচ্ছে । সে তাকে ।
রঙ মাখতে মাখতে সুন্দর মুখগুলো
কুৎসিত হয়ে উঠছে ।
আমি ওদের লক্ষ করে বলি --
অন্যকে রঙ মাখানোর আগে
নিজেকে রঙ মাখিয়েছ ?
ওরা আমার কথায় হাসতে হাসতে বলে --
পাগল ! নিজের দু'হাতে রঙ মেখে
কি কেউ নিজের গালে রঙ মাখায় ?
ওদের কী করে বোঝাই
নিজেকে রঙ মাখানোর আনন্দ ।
কী করে বোঝাই , নিজেকে রঙ মাখালে
সকলকে এতটাই রঙিন লাগে যে ,
হইহই করে আর কাউকে
রঙ মাখানোর দরকারি হয় না ।
শিমুল - পলাশকে দেখে এরা শুধু
মুগ্ধই হতে জানে ,
শিখতে পারে না
নিজে রঙিন হয়ে ওঠা ।
প্রিয়
প্রিয় খাবারের স্বাদও কি আমরা
ঠিক ভাবে গ্রহণ করতে পারি !
ধরো , তোমাকে দেওয়া হয়েছে
তোমার প্রিয় সব খাবার ।
তুমি কী করবে ?
হয় চক্ষুলজ্জার খাতিরে
যে কোনো একটা তুলে বলবে ,
একটা নিচ্ছি আর খেতে পারব না ।
আর না হলে নির্লজ্জের মতো প্লেটের
সব খাবার খেয়ে হাঁসফাঁস করবে ।
লেখা পাঠান
অভিমত জানান
bimalmondalpoet@gmail. com
অভিমত জানান
bimalmondalpoet@gmail. com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন