শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ২২।। শূন্য হৃদয় — মালা ঘোষ মিত্র।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


             ।।  প্রতিদিন বিভাগ।। 

      ।।  নভেম্বর সংখ্যা।। 

      ।।  বিষয় - বাবা— ২২।।






শূন্য হৃদয়  

মালা ঘোষ মিত্র


বাবা একটা ছাতার মতো
সবসময় আমাদের আগলে রাখতেন।
বাবাদের নাকি কাঁদতে নেই
আমাদের বকাবকি করে
নিঃশব্দে চোখের জল সম্বল করতেন।
এখনো বড্ড কষ্ট হয়----
বিশাল সমুদ্র হলেন বাবা
পথ একা‌ চলতে  দুঃখের প্লাবন নামে
বাবার অস্থি ভাসিয়েছি ইছামতির জলে,
অন্ধকারে তারাদের  মাঝে বাবাকে দেখি----
স্পর্শ করতে পারি না।
বৃষ্টির মতো কাঁদি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন