নির্জনে
তীর্থঙ্কর সুমিতপাশাপাশি হাত ধরে কিছুটা পথও এগিয়ে যাওয়া হলোনা।ছোটবেলা থেকে ভাবতাম বাবার মত হবো।
শক্ত সুঠাম সাত ফুটের একটা লোক রোজ নির্জনে বিড়বিড় করে কি যেন বলতো।
কত জমানো কথা একা একা নিজেকেই বলতেন ।আমিও অভ্যাস করেছিলাম নিজের সাথে কথা বলার।
কিন্তু একা একা কথা বললেই বাড়িতে ভীষণ রকম ধমক খেতাম।
তখন বুঝতাম না এর কারণ কি?
আর এখন আমি একাকী নির্জনে বসে বাবা হচ্ছি।
আর এখন আমি একাকী নির্জনে বসে বাবা হচ্ছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন