বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। নভেম্বর সংখ্যা।। ।। বিষয় - বাবা— ২১।। আয়নার আড়ালে বাবা: — সোহানা পারভীন।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।


             ।।  প্রতিদিন বিভাগ।। 

      ।।  নভেম্বর সংখ্যা।। 

      ।।  বিষয় - বাবা— ২১।।




 আয়নার আড়ালে বাবা:

 সোহানা পারভীন


ছোট্ট মেয়ে বড় হবে
 বাবা করে আশা, 
বাবার পেশা দিনমজুরি 
ক্ষেত খামারে চাষা।

তবু বাবা সবার মাথায় 
বটবৃক্ষের ছায়া ,
মেয়ে এখন বড় হয়েছে 
করে শুধু বায়না।

আজ এটা চাই, কাল এটা চাই
 ধরে সেই এক বায়না, 
মেয়ে বলে, না দিলে কিনে 
ভাঙবো এই আয়না ।

মেয়ের রোজ রোজ বায়না মেটাতে 
বাবার চটি যায় ক্ষয়ে,
 এভাবে বাবার কাটছে দিন 
হাজার ব্যথা বুকে লয়ে।

 সারাদিন শেষে বাবা যেটুকু করে আয় ,
কেনেনা তো নিজের জন্য কিছু 
সবাইকে শুধু দিয়েই যায়। 

মেয়ে করেছে এবার ফোনের আবদার 
কিভাবে দেবে কিনে ?
বাবার ঘুমহীন চোখে,
         যে অনেক দুশ্চিন্তা
কেউ কি তাহা জানে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন