লেবেল

বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

।। প্রতিদিন বিভাগ।। ।। অক্টোবর সংখ্যা।। ।। অলোর উৎসব—৬।। পিলসুজ — মুক্তি দাশ।।Ankurisha।। E.Magazine।। Bengali poem in literature।।



          ।। প্রতিদিন বিভাগ।। 

          ।।  অক্টোবর সংখ্যা।। 

           ।।  অলোর উৎসব—৬।। 




পিলসুজ

মুক্তি দাশ

পিলসুজের ওপর বসানো রেডি তেলে
জ্বলত পেতলের প্রদীপ
নিচটা হয়ে থাকত ছায়ান্ধকার
অনতিদূরে ছড়িয়ে পড়ত ম্রিয়মান আলো
আমার ঠাম্মি বলত জ্ঞানের আলো
আর কাব্যরসিকদের সে কি
তুমুল কাব্যোন্মাদনা!

ঘোলাটে চোখে দূরপানে তাকিয়ে
থাকতে থাকতে ঠাম্মি কোথায় যে হারিয়ে যায়  
প্রদীপ বা পিলসুজ দেখি বা না-দেখি
সেই প্রথম জানলাম —
প্রদীপের নিচেও অন্ধকার থাকে!

পিলসুজ এখন ঠাম্মির মতোই ব্রাত্য

   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন