।। প্রতিদিন বিভাগ।।
।। অক্টোবর সংখ্যা।।
।। অলোর উৎসব—৪।।
ঋতু ফুলের আলো
বিকাশ চন্দ
জন্ম ছিল না আলোর ভিতরে আমাদের জবানবন্দী
তবুও জানি বুকের ভেতরে অজানা উৎসব
অন্ধকারের সকল ঋতুর বুনন
আলো ছুঁয়ে বেঁচে থাকতে চাইছে
নির্বাক শর্বরী আত্মাহারা আজও
যদি আত্মার স্পর্শে ফুটে ওঠে
লক্ষ নক্ষত্রের ফুল
সূর্যের কিরণ স্পর্শে ফুটে ওঠে যে ফুল
সেও উড়ে যাচ্ছে মিশে যাচ্ছে কালো বিষণ্ণ মেঘে
তবুও ফুলের ভেতর স্নিগ্ধ পরাগ জন্ম
স্বপ্ন আঁকে আত্মার রঙে
এত দীর্ণ সময়ে টেনে আনে নাগরিক বসন্ত উৎসব
দেয়ালের সাথে শুয়ে আছে নিষ্প্রাণ দেহ
ভেসে যাচ্ছে অন্তহীন সীমায়
প্রতিবাদহীন সময়ে প্রদীপ জ্বালাচ্ছে
স্যাঁতসেঁতে উঠোনে একাকী আলোর ঈশ্বরী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন